ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় শনিবার সাতক্ষীরা আলিপুরে মাহফিলে বাধা অকথ্য ভাষায় গালি বিএনপি নেতা আব্দুর রউফ নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মাটিতে আর ফ্যাসিবাদ আসতে পারবে না ২৪ এপ্রিল কে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা জাতীয় নাগরিক পার্টি দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক ফুলবাড়ীতে কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন সুব্রত দাস বাংলাদেশকে ৮৫ কোটি ডলার দিবে বিশ্বব্যাংক টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে পারেনি দুদক: আইনজীবী

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / ২৪৬ ৫০০০.০ বার পাঠক

অনলাইন রিপোর্টার ॥ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির মাধ্যমে বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্মেলনের বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। এতে করে দুটি অঞ্চলের মধ্যে নতুন পথ উন্মুক্ত হবে।

ড. মোমেন সংযুক্তি বা কানেক্টিভিটিতে বাংলাদেশ কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে সম্মেলনে তা তুলে ধরে বলেন, ভারত ও ভুটানের সঙ্গে বাংলাদেশ সংযোগ স্থাপনের উদ্যোগে বিমসটেকের (বে-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) মাধ্যমে একটি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেছে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও মিয়ানমারসহ আসিয়ান এবং বিমসটেকের মাধ্যমেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাস্তা, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন সংযোগ প্রকল্পে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে।

মোমেন বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই দেশগুলোর মধ্যে যাত্রী, কর্মী ও যানবাহনের কার্গো ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে একটি মোটর যানবাহন চুক্তি (এমভিএ) স্বাক্ষর করেছে।

ড. মোমেন তাসখন্দ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারির এ সময়ে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য যথাযথ সময়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনে একটি ভিডিওবার্তা পাঠান। এতে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রাখেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

অনলাইন রিপোর্টার ॥ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির মাধ্যমে বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্মেলনের বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। এতে করে দুটি অঞ্চলের মধ্যে নতুন পথ উন্মুক্ত হবে।

ড. মোমেন সংযুক্তি বা কানেক্টিভিটিতে বাংলাদেশ কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে সম্মেলনে তা তুলে ধরে বলেন, ভারত ও ভুটানের সঙ্গে বাংলাদেশ সংযোগ স্থাপনের উদ্যোগে বিমসটেকের (বে-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) মাধ্যমে একটি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেছে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও মিয়ানমারসহ আসিয়ান এবং বিমসটেকের মাধ্যমেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাস্তা, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন সংযোগ প্রকল্পে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে।

মোমেন বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই দেশগুলোর মধ্যে যাত্রী, কর্মী ও যানবাহনের কার্গো ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে একটি মোটর যানবাহন চুক্তি (এমভিএ) স্বাক্ষর করেছে।

ড. মোমেন তাসখন্দ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারির এ সময়ে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য যথাযথ সময়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনে একটি ভিডিওবার্তা পাঠান। এতে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রাখেন।