ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পার্টি অফিস দখল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ৪০ জন আহত, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রামে আসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের মাথায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, নেই প্রধান উপদেষ্টার নাম আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / ২৫০ ১৫০০০.০ বার পাঠক

অনলাইন রিপোর্টার ॥ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির মাধ্যমে বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্মেলনের বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। এতে করে দুটি অঞ্চলের মধ্যে নতুন পথ উন্মুক্ত হবে।

ড. মোমেন সংযুক্তি বা কানেক্টিভিটিতে বাংলাদেশ কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে সম্মেলনে তা তুলে ধরে বলেন, ভারত ও ভুটানের সঙ্গে বাংলাদেশ সংযোগ স্থাপনের উদ্যোগে বিমসটেকের (বে-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) মাধ্যমে একটি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেছে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও মিয়ানমারসহ আসিয়ান এবং বিমসটেকের মাধ্যমেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাস্তা, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন সংযোগ প্রকল্পে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে।

মোমেন বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই দেশগুলোর মধ্যে যাত্রী, কর্মী ও যানবাহনের কার্গো ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে একটি মোটর যানবাহন চুক্তি (এমভিএ) স্বাক্ষর করেছে।

ড. মোমেন তাসখন্দ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারির এ সময়ে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য যথাযথ সময়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনে একটি ভিডিওবার্তা পাঠান। এতে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রাখেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

অনলাইন রিপোর্টার ॥ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির মাধ্যমে বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সহযোগিতার নতুন পথ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্মেলনের বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য প্রসার, দ্বিগুণ কর পরিহার, ভিসা সহায়তা নিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে। এতে করে দুটি অঞ্চলের মধ্যে নতুন পথ উন্মুক্ত হবে।

ড. মোমেন সংযুক্তি বা কানেক্টিভিটিতে বাংলাদেশ কী পরিমাণ গুরুত্ব দিচ্ছে সম্মেলনে তা তুলে ধরে বলেন, ভারত ও ভুটানের সঙ্গে বাংলাদেশ সংযোগ স্থাপনের উদ্যোগে বিমসটেকের (বে-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) মাধ্যমে একটি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেছে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও মিয়ানমারসহ আসিয়ান এবং বিমসটেকের মাধ্যমেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাস্তা, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন সংযোগ প্রকল্পে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে।

মোমেন বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই দেশগুলোর মধ্যে যাত্রী, কর্মী ও যানবাহনের কার্গো ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে একটি মোটর যানবাহন চুক্তি (এমভিএ) স্বাক্ষর করেছে।

ড. মোমেন তাসখন্দ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য উজবেকিস্তানের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারির এ সময়ে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য যথাযথ সময়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস সম্মেলনে একটি ভিডিওবার্তা পাঠান। এতে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়েভসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রাখেন।