মোংলা কোস্টগার্ডের অভিযানে ০১ মাদক ব্যবসায়ী আটক

- আপডেট টাইম : ০৫:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ২৭৩ ১৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা।।
বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ বাঁশবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম গাঁজাসহ ০১ জন (নামঃ মোঃ লিয়াকত হোসেন (৪৫), পিতাঃ মোঃ নুরুজ্জামান খান, গ্রাম ও পোস্টঃ দিগরাজ, থানাঃ মোংলা ও জেলাঃ বাগেরহাট) মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। জানা যায়, আটককৃত ব্যক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবনকারী এবং নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে বলে স্বীকার করে যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।