টাংগাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন
- আপডেট টাইম : ০২:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ৭৩৭ ৫০০০.০ বার পাঠক
টাংগাইল প্রতিনিধি
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ২০ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের সর্বাত্তক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।
এইসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেট’সহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পন্য পরিবাহী ট্রাক ছাড়া রিক্সা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
করোনা প্রতিরোধ কমিটিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ‘সহ সংশ্লিষ্টরা।
এদিকে টাঙ্গাইলে গত একদিনে ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কালিহাতীতে ১৭ জন, ঘাটাইল ৯ জন, সখিপুরে ৪ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১০৯ জন। টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮ জন।