গত রাত ১০টায় আশুলিয়ার *জামগড়া মোড়ে* এক দম্পতি কে কিছু কিশোর গ্যাং এর সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর দহল পুলিশসহ যায় এবং তিনজন কিশোর গ্যাং এর সদস্য কে ঘটনাস্থলে গ্রেফতার করে এবং তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য *জামগড়া চৌরাস্তার* শরীফ চৌধুরী নামক ব্যক্তির বাসায় গমন করে উক্ত বাসায় নিষিদ্ধ দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, 4 টি সুইস নাইফ, 7 টি মেসেটে, জাল টাকা, অনৈতিক *দেহ* ব্যবসা এর আলামত এবং ওয়াকি টকি সেট ইত্যাদি পাওয়া যায়। পরবর্তীতে অপরাধীদের থানায় এবং উদ্ধারকৃত দ্রব্য সমূহ পুলিশ জব্দ করে। উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে। *গ্রেফতার করা ব্যক্তিরা হলো-
১. রবিউল মুন্সি (৩৩)
ঠিকানা- বাগমারা, রূপসা, খুলনা
২. নাসির শেখ (২১)
ঠিকানা- মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল
৩. শ্রী শভু কুমার
ঠিকানা- ঘোষাই বাড়, ধনুট, বগুড়া
৪. মো. জনি
ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল।
প্রিন্ট
মো: রাইহান ইসলাম সাভার উপজেলা নিজস্ব প্রতিনিধি। 


















