সকাল থেকেই রাজধানী জুড়ে ব্যাপক যানজট। রাজধানীর প্রতিটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। যানজটের কবলে কর্মস্থলে যাওয়া মানুষ ও সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে।
রাজধানীর ট্রাফিক কন্ট্রোলরুম থেকে জানানো হয়, মহাখালী ও তেজগাঁও এলাকায় পৃথক দুটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে অতিরিক্ত পরিবহন চলাচল করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর অবস্থার কিছুটা উন্নতি হবে।
খোঁজ নিয়ে জানা যায়, মতিঝিল থেকে শুরু করে গুলিস্থান, পল্টন হয়ে বাড্ডা রামপুরা সড়ক, মহাখালি, উত্তরা সড়ক, শাহবাগ হয়ে ফার্মগেট, শাহবাগ হয়ে আজিমপুর, কমলাপুর হয়ে খিলগাঁও সড়ক, শ্যামলী-কল্যাণপুর সড়ক ছাড়াও যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার রাস্তাগুলোতে সকালই থেকেই ব্যাপক যানজট।
এছাড়াও মূল সড়কের বাইরে হাতিরঝিলেও প্রাইভেটকার, সিএনজির দীর্ঘ সারি দেখা যায়। মূল সড়কে যানজট থাকায় অনেকে অলিগলির রাস্তায় প্রাইভেটকার ও সিএনজি নিয়ে ঢুকে পড়েছেন সেখানেও দেখা দিয়েছে জট। যানবাহনের লম্বা লাইন
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 



















