ওমর ফারুক : বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট ২৫) রাতে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।
আটককৃত জেলেদের সঙ্গে থাকা এফবি পারমিতা নামের ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল। রবিবার (৩ আগস্ট ২৫) বিকাল ৪টার দিকে ট্রলারসহ আটক জেলেদের মোংলার দিগরাজে নৌঘাঁটিতে নিয়ে আসে নৌবাহিনীর জাহাজ।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় ট্রলার থেকে উদ্ধার করা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া আটককৃত ট্রলার এবং জেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের দায়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার (৪ আগস্ট২৫) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
জানা গেছে, আটক ১৪ জেলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন গ্রামে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চণ্ডী নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সমুদ্রসীমায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
প্রিন্ট