ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা Logo দেশে দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু Logo ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসিবি, দারুণ সুযোগ হারাল বাংলাদেশ Logo রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের Logo এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল Logo মোংলা – রামপাল আসন পৃথক করণের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল Logo ইরানের এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে: আরাগচি Logo গোপালগঞ্জে বলপ্রয়োগ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর Logo সম্মানিত আমীরে জামায়াতের জন্য একান্ত দোয়ার আরজ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবে পর্তুগালের সরকার—বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময়।

ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এই বছরের শেষ নাগাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে—গাজা সংকটে ইসরাইলের ওপর চাপ বাড়ানো এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমা এই দেশগুলো।

অন্যদিকে, ইউরোপে ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে জনমত বাড়লেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, এখনই স্বীকৃতি দেওয়াটা সময়ের আগেই হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত।

আরও পড়ুন
ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এক বিবৃতিতে ওয়াডেফুল বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমঝোতা হচ্ছে একমাত্র পথ, যা দুইপক্ষের মানুষকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ দিতে পারে।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

রুবিও আরও বলেন, ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তারা (পশ্চিমা দেশগুলো) বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে—তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

সূত্র: রয়টার্স


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার ফিলিস্তিনকে স্বীকৃতির কথা ভাবছে পর্তুগাল

আপডেট সময় ০৭:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবে পর্তুগালের সরকার—বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রয়েছে এবং এ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময়।

ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এই বছরের শেষ নাগাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে—গাজা সংকটে ইসরাইলের ওপর চাপ বাড়ানো এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছে পশ্চিমা এই দেশগুলো।

অন্যদিকে, ইউরোপে ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে জনমত বাড়লেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, এখনই স্বীকৃতি দেওয়াটা সময়ের আগেই হয়ে যাবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত।

আরও পড়ুন
ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরাইল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এক বিবৃতিতে ওয়াডেফুল বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমঝোতা হচ্ছে একমাত্র পথ, যা দুইপক্ষের মানুষকে শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ দিতে পারে।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

রুবিও আরও বলেন, ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তারা (পশ্চিমা দেশগুলো) বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে—তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

সূত্র: রয়টার্স


প্রিন্ট