ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিজ্ঞা ভেঙে স্যুট পরে হোয়াইট হাউসে জেলেনস্কি Logo স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি Logo ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই: আসিফ নজরুল Logo আশুলিয়ার বাইপাইলে ভোরবেলা পথচারীর সর্বস্ব ছিনতাইকরার সময় তিন ছিনতাইকারীকে আটক করে টহলরত সেনাবাহিনী Logo দেশি-প্রবাসী কনটেন্ট ক্রিয়েটরদের ভিউ ব্যবসা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি Logo লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে? Logo একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে Logo পাবনায় ‘ময়েজ বাহিনীর’ অস্ত্র তৈরির কারখানার সন্ধান Logo গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত ছাড়াল ৬২ হাজার Logo প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের আড়ালে প্রতারণার সাম্রাজ্য ফাঁস — ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের ভয়ঙ্কর খেলা

ভৈরবে সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের। (২ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:১২ অপরাহ্ন

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিন। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব বাজারের জান্নাত ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত শাহিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা।

ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমইউজে-ভৈরব শাখা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (২৮ জুলাই) রাতে সাংবাদিক সোহেল তার ফেসবুক পেজে মাদক মামলার পলাতক আসামি শাহিনের বিরুদ্ধে পোস্ট দেন এবং তার গ্রেফতারের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন দলবল নিয়ে মধ্যপাড়ায় সাংবাদিক সোহেলের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি তিনি রাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন।

মঙ্গলবার সকালে সোহেলুর রহমান ঔষুধ কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় স্থানীয়রা ও বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল এগিয়ে এসে সোহেলুর রহমানকে রক্ষা করেন এবং শাহিন পালিয়ে যায়।

সাংবাদিক সোহেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত। শাহিন জেল থেকে জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তাই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সে ক্ষিপ্ত হয়।

এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সেনা ক্যাম্প, র‍্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রুহানী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া র‍্যাব ও সেনা ক্যাম্প থেকেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিজ্ঞা ভেঙে স্যুট পরে হোয়াইট হাউসে জেলেনস্কি

ভৈরবে সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের। (২ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:১২ অপরাহ্ন

আপডেট সময় ০৮:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিন। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব বাজারের জান্নাত ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত শাহিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা।

ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমইউজে-ভৈরব শাখা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (২৮ জুলাই) রাতে সাংবাদিক সোহেল তার ফেসবুক পেজে মাদক মামলার পলাতক আসামি শাহিনের বিরুদ্ধে পোস্ট দেন এবং তার গ্রেফতারের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন দলবল নিয়ে মধ্যপাড়ায় সাংবাদিক সোহেলের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি তিনি রাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন।

মঙ্গলবার সকালে সোহেলুর রহমান ঔষুধ কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় স্থানীয়রা ও বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল এগিয়ে এসে সোহেলুর রহমানকে রক্ষা করেন এবং শাহিন পালিয়ে যায়।

সাংবাদিক সোহেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত। শাহিন জেল থেকে জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তাই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সে ক্ষিপ্ত হয়।

এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সেনা ক্যাম্প, র‍্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রুহানী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া র‍্যাব ও সেনা ক্যাম্প থেকেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


প্রিন্ট