ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেফতার Logo উদীচী ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোস্ঠী মঠবাড়ীয়া শাখা Logo তারেক রহমানের  আসার উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি Logo দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা Logo বলিউডের ১২ হাজার কোটির বছর: শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড Logo এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডা. তাসনিম জারা Logo কপাল পুড়ল’ রুমিন ফারহানার, জুনায়েদকে সমর্থন বিএনপির Logo একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন Logo পাবনার বাজারে বিক্রি হওয়া দুধে মিলল ডিটারজেন্ট

ভৈরবে সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের। (২ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:১২ অপরাহ্ন

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিন। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব বাজারের জান্নাত ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত শাহিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা।

ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমইউজে-ভৈরব শাখা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (২৮ জুলাই) রাতে সাংবাদিক সোহেল তার ফেসবুক পেজে মাদক মামলার পলাতক আসামি শাহিনের বিরুদ্ধে পোস্ট দেন এবং তার গ্রেফতারের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন দলবল নিয়ে মধ্যপাড়ায় সাংবাদিক সোহেলের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি তিনি রাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন।

মঙ্গলবার সকালে সোহেলুর রহমান ঔষুধ কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় স্থানীয়রা ও বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল এগিয়ে এসে সোহেলুর রহমানকে রক্ষা করেন এবং শাহিন পালিয়ে যায়।

সাংবাদিক সোহেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত। শাহিন জেল থেকে জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তাই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সে ক্ষিপ্ত হয়।

এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সেনা ক্যাম্প, র‍্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রুহানী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া র‍্যাব ও সেনা ক্যাম্প থেকেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ভৈরবে সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের। (২ ঘন্টা আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:১২ অপরাহ্ন

আপডেট সময় ০৮:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমানকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিন। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব বাজারের জান্নাত ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব এবং দৈনিক দিনকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত শাহিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা।

ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমইউজে-ভৈরব শাখা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (২৮ জুলাই) রাতে সাংবাদিক সোহেল তার ফেসবুক পেজে মাদক মামলার পলাতক আসামি শাহিনের বিরুদ্ধে পোস্ট দেন এবং তার গ্রেফতারের দাবি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন দলবল নিয়ে মধ্যপাড়ায় সাংবাদিক সোহেলের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি তিনি রাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন।

মঙ্গলবার সকালে সোহেলুর রহমান ঔষুধ কিনতে জান্নাত ফার্মেসিতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় স্থানীয়রা ও বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল এগিয়ে এসে সোহেলুর রহমানকে রক্ষা করেন এবং শাহিন পালিয়ে যায়।

সাংবাদিক সোহেল বলেন, আমি দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত। শাহিন জেল থেকে জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তাই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সে ক্ষিপ্ত হয়।

এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সেনা ক্যাম্প, র‍্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রুহানী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া র‍্যাব ও সেনা ক্যাম্প থেকেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


প্রিন্ট