খবরপত্রের উপজেলা প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলীর ছোট ভাই রাসেল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
তিনি মা, চার ভাই, চার বোন, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টায় ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
একই দিন বিকেলে মরহুমের লাশ বাদ আছর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং উপজেলায় কর্মরত সহকর্মী সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরা যাতে এ শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রিন্ট