স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীতে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেত। এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্প ও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। জনগণ সচেতন হলে এটা বন্ধ হবে। কেউ মব সৃষ্টি করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কারওই আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই।
চাঁদাবাজি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। তিনি বলেন, চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির একমাত্র পরিচয় হলো-সে চাঁদাবাজ।
মাদক সমস্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়েছে, যা মূলত কক্সবাজার দিয়ে প্রবেশ করছে। এ অবস্থা মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।
প্রিন্ট
																			
																নিজস্ব সংবাদ :								 




















