সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে শাস্তি ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় মাদারীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়াও তারা তাকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান। বক্তারা আরো বলেন যারা এ ঘটনার সাথে জড়িত তাদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজী, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি অজয় কুন্ডুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরো খবর.......