যার সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন সোনম কাপুর
- আপডেট টাইম : ০৯:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
১৩ দিনের ছোট ভাই অর্জুন কাপুরের সঙ্গেই প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন সোনম কাপুর। সে কথা নিজেই স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী। বনি-পুত্র এবং অনিল-কন্যার এই গল্প কি জানতেন?
প্রথমবার ‘ডেট’-এ যাওয়া মানেই প্রেমিকের হাত ধরা বা চুমু খাওয়া অথবা প্রেমের কথাবার্তা বলা। এ রকমই শোনা যায়। তবে খুড়তুতো ভাইয়ের সঙ্গে ‘ডেট’-এর গল্প বেশ দুর্লভ। কিন্তু এমনটাই হয়েছে সোনম কাপুরের সঙ্গে। অর্জুন কাপুরের সঙ্গেই প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন তিনি।
সম্প্রতি একটি ফ্যান পেজ থেকে পুরনো এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সোনম একটি সাংবাদিক সম্মেলনে প্রথম ‘ডেট’ নিয়ে কথা বলছেন সেই ভিডিওতে।
সোনমের কথায়, ‘১৩ বছর বয়স তখন। লোখান্ডওয়ালায় নতুন রেস্তরাঁ খুলেছিল। আমার ভাই অর্জুনের সঙ্গে সেখানেই ডেটে গিয়েছিলাম।’ শুধু তাই নয়, সোনমকে একটি পুতুলও উপহার দিয়েছিলেন অভিনেতা। কিন্তু সোনমের তুলনায় সেই পুতুলের আকার বড় ছিল। তাই শেষমেশ অর্জুনকেই বয়ে নিয়ে যেতে হয় উপহারটি।