তারকাদের ঈদের শুভেচ্ছা
- আপডেট টাইম : ০২:৪২:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ঈদের আনন্দ গত বছর থেকে অনেকটা ফিকে হয়ে গেছে। মহামারির কবলে বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে আবারও এলো মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। দেশের বেশিরভাগ তারকা বিশেষ দিনটি এবারও ঘরে বসেই কাটাচ্ছেন। ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ, দয়া করে সকল মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন। দোয়া কবুল করুন। আমিন।’
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন., ‘আজকের এই পবিত্র দিনে সামাজিক দূরত্ব রক্ষা করে আনন্দ, ভালোবাসা, খুশি ছড়িয়ে পড়ুক ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে। মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে রক্ষার পাশাপাশি, ফিলিস্তিনে নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দুঃখমোচনের জন্য প্রার্থনা করছি। আসুন পৃথিবীটাকে ভালোবাসতে শিখি, মানুষগুলোকে আপন ভাবতে শিখি, জীবনটাকে সহজ ও সুন্দর করে নেই। ঈদ মোবারক।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বুবলি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সচেতনভাবে সবাই ঈদ উদযাপন করুন।’
সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ঈদের দিন দুপুরে পরিবারসহ ছবি প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে। যেখানে স্বামীর সঙ্গে রয়েছে দুই মেয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সাদামাটা ঈদ। সবাইকে ঈদ মোবারক।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছে, ‘আমার পরিবার, বন্ধু ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা। সবাইকে ভালোবাসা।’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’ অন্যদিকে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। যদিও এবার কাজ করার সুযোগ ছিল না তবুও আপনারা যারা আগ্রহী তারা নিম্নোক্ত কাজগুলো দেখে নিতে পারেন।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম একটি ভিডিও প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘এবার ঈদে আমরা সবাই ঘরে থাকি। নিজেকে ও অন্যকে নিরাপদে রাখি। আজকের আনন্দময় ঈদের দিনে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’
অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘ঈদ মুবারক, আমার সব বন্ধু, পরিবার ও ভক্তদের। পুরো দিনটি সচেতনভাবে উদযাপন করুন। ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে দিনটি কাটান।’
ঈদের নামাজ শেষে পাঞ্জাবি পরা ছবি প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদল। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের নামাজ শেষে। ঈদ মোবারক।