ঈদের দিন মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের
- আপডেট টাইম : ০২:৩০:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ৫৫০ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।
নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা। শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমাদপুরে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যার দিকে তারাকান্দা থেকে তিন কিশোর মোটরসাইকেলযোগে ফুলপুর বাসস্ট্যান্ড পার হয়ে ইমাদপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজ ও সৌরভ মারা যায়। আহত অপর কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।