সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ডেও বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ৩২৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে থাইল্যান্ড। দক্ষিণএশিয়ার দেশটিতে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর বাংলাদেশসহ তিন দেশের লোকদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল ব্যাংকক।
সোমবার থাইল্যান্ডের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানায়।অন্য দুই দেশ হলো- পাকিস্তান ও নেপাল। নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত জানান, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনো ভিসা অনুমোদন এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।
আরো খবর.......