নাসিরনগরে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

- আপডেট টাইম : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ০ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা শ্রীঘর গ্রামের সোলেমান সরকার (২৮) নামে এক তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১১ মে) সকাল ১১ টায় নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজারে এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার এসআই বিবেক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত সোলেমান সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের তাউছ মিয়ার ছেলে।
আহত সুলেমানের পিতা তাউছ মিয়া জানায়, আমার ছোট ছেলে সুলেমান ও বড় ছেলে মোস্তাক মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি হয়। বিষয়টি মোস্তাকের স্ত্রীর বাপের বাড়ির লোকজন জানতে পারলে আমার ছেলে সুলেমান আটোরিক্সা নিয়ে শ্রীঘর চকবাজার আসার সাথে সাথে এমরান মিয়া, ফজু মিয়া, আসাদ মিয়া, ফরিদ মিয়া, হাসান মিয়াসহ আরো কয়েক আক্রামণ করে। এক পর্যায়ে এমরান মিয়া আমার ছেলের বাম পায়ে কোপ মারিয়া রগ কেটে মারাত্নক জখম করে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, সুলেমান মিয়ার বাম পায়ে জখম রয়েছে এবং মুখে, পিঠে, মাথায় আঘাত রয়েছে। তাকে আজ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।