ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরিগঞ্জে ৮ লিটার চোলাই মদসহ এক যুবক গ্রেপ্তার। মোঃ আংগুর মিয়া নাসিরনগরে তরুণের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ময়মনসিংহ জেলায় ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ব্রাহ্মণবাড়িয়া জেলা এসপি বলেন , লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি তদন্ত প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতির পর ভারত-পাকিস্তান যা দাবি করছে হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা নাসিরনগরে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

কালিয়াকৈর দরপত্র জমাদানে বাধা আ’লীগ কর্মীরা

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ২৯৩ ১৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার ছয়টি প্যাকেজের দরপত্র জামাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীদের পছন্দের তিন প্রতিষ্ঠান সহজে টেন্ডার জমা দিতে পারলেও ছয়-সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পারেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ লাখ টাকার ওষুধপত্র, আসবাবপত্র, এক্সরে মেশিনের জিনিসপত্রসহ ছয়টি প্যাকেজের পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়।
সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিডিউল জমা দেওয়ার সূচি নির্ধারণ করে টেন্ডার বাস্তবায়ন কমিটি। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের দেড় শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল মহড়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান গেটসহ দরপত্র বক্সের কাছে পাহারা বসায়। ফলে সাড়ে ৯টার দিকে কয়েকজন দরপত্র সিডিউল জামা দিতে গেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রহমান, শাহিন তসলিমের নেতৃত্বে দেড় শতাধিক কর্মী তাদের তল্লাশি করে। এ সময় সাধারণ মানুষ ও রোগীকেও হাসপাতালের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। দরপত্র জমাদানে বাধার নামে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মেসার্স রাজ ড্রাগ হাউসের নামে টেন্ডার জমা দিতে আসেন সেলিম নামক এক ব্যক্তি। তার কাছ থেকে সিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে আরও সাত-আটজনের টেন্ডার কেড়ে নেওয়া হয়। দলীয় নেতাকর্মীর পছন্দের নবী ফার্মেসি, নিপুণ প্রযুক্তি ফার্মেসি ও সেফওয়ে সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন নামক প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রের সিডিউল জমা দেওয়া হয়। টেন্ডারবাজির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দলীয় নেতাকর্মীরা সকাল সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের সামনে ও আশপাশে পাহারা দেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সির্ভিল সার্জনের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। দরপত্র ছিঁড়ে ফেলা মেসার্স রাজ ড্রাগ হাউসের সেলিম হোসেন জানান, সকালে টেন্ডার শিডিউল জমা দিতে গেলে দেড় শতাধিক নেতাকর্মী পথরোধ করে। পরে শিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল জানান, আওয়ামী লীগের নেতাকর্মী শত শত। কে কোথায় কী ঘটনা ঘটায় তা অনেক ক্ষেত্রেই জানা সম্ভব হয় না। তবে টেন্ডারের বিষয়টি আমার জানা নেই। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলাল হোসেন জানান, হাসপাতাল এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পথিমধ্যে কেউ কেউ ঝামেলা করেছে- এরকম অনেকেই মৌখিক অভিযোগ দিয়েছে। তিনটি শিডিউল বাক্সে জমা পড়েছে। কোন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে তা টেন্ডার কমিটি দুই-তিন দিনের মধ্যে বাছাই করবে। ইউএনও কাজী হাফিজুল আমিন জানান, টেন্ডারবাজির কোনো অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈর দরপত্র জমাদানে বাধা আ’লীগ কর্মীরা

আপডেট টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার ছয়টি প্যাকেজের দরপত্র জামাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীদের পছন্দের তিন প্রতিষ্ঠান সহজে টেন্ডার জমা দিতে পারলেও ছয়-সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পারেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ লাখ টাকার ওষুধপত্র, আসবাবপত্র, এক্সরে মেশিনের জিনিসপত্রসহ ছয়টি প্যাকেজের পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়।
সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিডিউল জমা দেওয়ার সূচি নির্ধারণ করে টেন্ডার বাস্তবায়ন কমিটি। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের দেড় শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল মহড়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান গেটসহ দরপত্র বক্সের কাছে পাহারা বসায়। ফলে সাড়ে ৯টার দিকে কয়েকজন দরপত্র সিডিউল জামা দিতে গেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রহমান, শাহিন তসলিমের নেতৃত্বে দেড় শতাধিক কর্মী তাদের তল্লাশি করে। এ সময় সাধারণ মানুষ ও রোগীকেও হাসপাতালের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। দরপত্র জমাদানে বাধার নামে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মেসার্স রাজ ড্রাগ হাউসের নামে টেন্ডার জমা দিতে আসেন সেলিম নামক এক ব্যক্তি। তার কাছ থেকে সিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে আরও সাত-আটজনের টেন্ডার কেড়ে নেওয়া হয়। দলীয় নেতাকর্মীর পছন্দের নবী ফার্মেসি, নিপুণ প্রযুক্তি ফার্মেসি ও সেফওয়ে সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন নামক প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রের সিডিউল জমা দেওয়া হয়। টেন্ডারবাজির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দলীয় নেতাকর্মীরা সকাল সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের সামনে ও আশপাশে পাহারা দেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সির্ভিল সার্জনের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। দরপত্র ছিঁড়ে ফেলা মেসার্স রাজ ড্রাগ হাউসের সেলিম হোসেন জানান, সকালে টেন্ডার শিডিউল জমা দিতে গেলে দেড় শতাধিক নেতাকর্মী পথরোধ করে। পরে শিডিউল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল জানান, আওয়ামী লীগের নেতাকর্মী শত শত। কে কোথায় কী ঘটনা ঘটায় তা অনেক ক্ষেত্রেই জানা সম্ভব হয় না। তবে টেন্ডারের বিষয়টি আমার জানা নেই। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলাল হোসেন জানান, হাসপাতাল এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পথিমধ্যে কেউ কেউ ঝামেলা করেছে- এরকম অনেকেই মৌখিক অভিযোগ দিয়েছে। তিনটি শিডিউল বাক্সে জমা পড়েছে। কোন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে তা টেন্ডার কমিটি দুই-তিন দিনের মধ্যে বাছাই করবে। ইউএনও কাজী হাফিজুল আমিন জানান, টেন্ডারবাজির কোনো অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।