বিরামপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাপায় পিষ্ট হয়ে ১ জনের মৃত্য।
- আপডেট টাইম : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ২৯৪ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানিকাঠাল গ্রামের আলমগীরের শিশু পুত্র মুরসালীন (৯) ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কানিকাঠাল গ্রামের পার্শ্ববর্তী ধান ক্ষেতে ধান কাটার সময় ঘটেছে। ৫ ভাইবোনের মধ্যে নিহত শিশু মুরসালীন ছিলেন সবার ছোট।
হারভেস্টার মেশিনের চালক দূর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হারভেস্টার মেশিনটি জব্দ করে বিরামপুর থানায় নিয়ে এসেছে।
সরকারি ভর্তূকিতে পাওয়া হারভেস্টার মেশিনটির চালকের অদক্ষতা ও অসাবধানতায় দূর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানা গেছে। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের সময় যে ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এমন সাবধানতা বজায় রাখলে এ ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে বলে কয়েকজন জানিয়েছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এবং ওসি (তদন্ত) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় নিহত শিশুটির অভিভাবক এখনো থানায় কোন মামলা করেনি।