বরগুনায় ডাঃ জহিরুল ইসলাম করোনা রোগীর পাশে

- আপডেট টাইম : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ৫৭৭ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধিঃ
বাংলাদেশের বরগুনায় সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়ে ব্যক্তিরা মারা যাওয়ার পর তার লাশ দাফন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে। গোসল দাফন কাজে কেউ এগিয়ে আসতেন না।এই সময় জনবান্ধন ডাক্তার জহিরুল ইসলাম সৌরভ এগিয়ে আসেন। তিনি দিনের পর দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যাক্তি দের গোসল ও দফন করে আসছেন।
গত ৪৮ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪জন করোনা রোগী মারা গিয়েছেন। তাদের মরদেহ গুলো ডাক্তার জহিরুল ইসলাম সৌরভ নিজ দাত্বে গোসল ও দাফন করেন।
ডাক্তার জহিরুল ইসলাম সৌরভ বলেন,আমার গায়ে একবিন্দু রক্ত কনা থাকতে আমি মানুষের সেবা করবো। আমি মানুষের পাসে আছি ভবিষ্যতে থাকবো। আজ নয় বিগত দিন গুলতে করোনা ভাইরাসের আক্রান্ত মৃত দেহ গোসল ও দাফনের কাজ করে আসছি আর ভূষিত করে যাব।
শুধু করোনা ভাইরাসের আক্রান্ত মৃতদেহ নয় এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন তিনি।