ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল

পাথরঘাটায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার দূষিত পানিতে বাড়ছে ডায়েরিয়া 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০১:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ২৮৭ ৫০০০.০ বার পাঠক

নুরুল আমিন মল্লিক জেলা প্রতিনিধি (বরগুনা)।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ গোটা পাথরঘাটায় বিশুদ্ধ পানি,রান্নার পানি,গোসল দেওয়ারপানিসহ নিত্য প্রয়োজনীয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এছাড়া গরু,মহিষসহ পষু প্রাণীর পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট হওয়ায় মানুষ বাধ্য হয়ে দুষিত পানি পান করায় অাশংঙ্কা হারে বাড়ছে পানিবাহিত নানা রোগসহ  ডায়রিয়া।

পাথরঘাটা হাসপাতালে গিয়ে দেখা গেছে গত ২৪ ঘন্টায়,,, জন রোগী ডায়েরিয়ায় অাক্রন্ত হয়ে ভর্তি হয়েছেন।

তবে উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহীতা, টেংরা ও পদ্মা গ্রামে বিশুদ্ধ পানির বেশি সঙ্কট দেখা দিয়েছে।

সরেজমিন রুহীতা গ্রামে গিয়ে দেখা গেছে পশ্চিম রুহীতা ডাক্তারবাড়ী নামক একটি সরকারি পুকুরে হাটুসমান পানি থাকলেও সেই একটি পুকুরের ওপর ভরসা টেংরা,রুহীতা ও পদ্মাসহ কয়েকটি ওয়ার্ডের অন্তঃত ৮/১০হাজার মানুষ।

জানা গেছে ওই একটি পুকুরের পাড়ে মাত্র একটি পানির ফিল্টার রয়েছে ওই একটি ফিল্টার থেকে উল্লেখিত ৮/১০ হাজার লোকের পানি সংগ্রহ করতে হয়। এতে রাত/ দিন ২৪ ঘন্টাই ওই ফিল্টার থেকে পানি সংগ্রহ করার জন্য লম্বা সিরিয়াল থাকে।

এদিকে খাবার পানি ছাড়াও গরু,মহিষসহ পষু প্রাণীর খাবার পানিও সংগ্রহ করতে হয় ওই পুকুর থেকে। পুকুরে পানি কম থাকার কারনে চুরি করে মিটাতে হয় ওই পানির চাহাদা।

রুহীতা গ্রামের কলেজ ছাত্র মোঃ রাসেল, মোঃ কালাম,মোঃ হামেদ শিকদার,অলি হোসেন,মোঃ ইমাম,মোসাঃ লামিয়া,মোঃ মন্টু মিয়া, শহিদ অাকনসহ পানি সংগ্রহ করতে অাসা অাগত ব্যক্তিরা বলেন এলকার পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারেন এই একটি পুকুর থেকে  ৩/৪ কিঃ মিঃ দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে এক কলস পানি সংগ্রহ করি।

এছাড়া গোসল দেওয়াসহ পষু প্রাণীদের প্রয়োজনীয় পানি পুকুর থেকে গোপনে সংগ্রহ করতে হয়।

একই অবস্থা পাথরঘাটা উপজেলার অন্যান্য ইউনিয়নেও।

চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের হাফেজ অাব্দুছ ছত্তার বলেন তাদের এলাকার সকল পুকুর শুকিয়ে গেছে,এক মাত্র ভুপাল কির্ত্তনিয়ার বাড়ির একটি পুকুরে হাটুসমান পানি অাছে, এলাকার ৫সহস্ত্রাধিক মানুষ ওই একটি পুকুরের ওপর ভরসা।

তিনি বলেন ওই একটি পুকুরের পানি পান করাসহ সকল কাজে ব্যবহৃত হচ্ছে।

পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন পাথরঘাটার প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে বিশুদ্ধ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এউপজেলা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অারো  ট্যাঙ্কি ও পানির ফিল্টার প্রয়েজন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা ৬শ পিপিএম পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়। কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা ৩ হাজার পিপিএম। সিডর, আইলা, আম্ম্ফানসহ ঘূর্ণিঝড় দুর্গত পাথরঘাটা উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। অথচ পানির মধ্যে বসবাসে এমন দুর্ভিক্ষ উপকূলজুড়ে। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর নির্মমতা, বিষয়টি নিয়ে বারবার লেখালেখি করেছি।

উল্লেখ্য, উপজেলাবাসীর জোর দাবীর মুখে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের চেষ্টায় ২৮ এপ্রিল ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে পাথরঘাটার সদর ইউনিয়নের রুহীতা গ্রামে সাড়ে তিন হাজার লিটার পানি সরবারহ করলেও এলাকাবাসির প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প।

 

এব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন যেহেতু  পাথরঘাটায় গভীর টিউবওয়েল বসেনা এবং নদীর পানি অত্যন্ত লবন সেহেতু এখানে ব্যাপক বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্ক ও পানির ফিল্টার প্রয়োজন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাথরঘাটায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার দূষিত পানিতে বাড়ছে ডায়েরিয়া 

আপডেট টাইম : ০১:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

নুরুল আমিন মল্লিক জেলা প্রতিনিধি (বরগুনা)।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ গোটা পাথরঘাটায় বিশুদ্ধ পানি,রান্নার পানি,গোসল দেওয়ারপানিসহ নিত্য প্রয়োজনীয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এছাড়া গরু,মহিষসহ পষু প্রাণীর পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট হওয়ায় মানুষ বাধ্য হয়ে দুষিত পানি পান করায় অাশংঙ্কা হারে বাড়ছে পানিবাহিত নানা রোগসহ  ডায়রিয়া।

পাথরঘাটা হাসপাতালে গিয়ে দেখা গেছে গত ২৪ ঘন্টায়,,, জন রোগী ডায়েরিয়ায় অাক্রন্ত হয়ে ভর্তি হয়েছেন।

তবে উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহীতা, টেংরা ও পদ্মা গ্রামে বিশুদ্ধ পানির বেশি সঙ্কট দেখা দিয়েছে।

সরেজমিন রুহীতা গ্রামে গিয়ে দেখা গেছে পশ্চিম রুহীতা ডাক্তারবাড়ী নামক একটি সরকারি পুকুরে হাটুসমান পানি থাকলেও সেই একটি পুকুরের ওপর ভরসা টেংরা,রুহীতা ও পদ্মাসহ কয়েকটি ওয়ার্ডের অন্তঃত ৮/১০হাজার মানুষ।

জানা গেছে ওই একটি পুকুরের পাড়ে মাত্র একটি পানির ফিল্টার রয়েছে ওই একটি ফিল্টার থেকে উল্লেখিত ৮/১০ হাজার লোকের পানি সংগ্রহ করতে হয়। এতে রাত/ দিন ২৪ ঘন্টাই ওই ফিল্টার থেকে পানি সংগ্রহ করার জন্য লম্বা সিরিয়াল থাকে।

এদিকে খাবার পানি ছাড়াও গরু,মহিষসহ পষু প্রাণীর খাবার পানিও সংগ্রহ করতে হয় ওই পুকুর থেকে। পুকুরে পানি কম থাকার কারনে চুরি করে মিটাতে হয় ওই পানির চাহাদা।

রুহীতা গ্রামের কলেজ ছাত্র মোঃ রাসেল, মোঃ কালাম,মোঃ হামেদ শিকদার,অলি হোসেন,মোঃ ইমাম,মোসাঃ লামিয়া,মোঃ মন্টু মিয়া, শহিদ অাকনসহ পানি সংগ্রহ করতে অাসা অাগত ব্যক্তিরা বলেন এলকার পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারেন এই একটি পুকুর থেকে  ৩/৪ কিঃ মিঃ দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে এক কলস পানি সংগ্রহ করি।

এছাড়া গোসল দেওয়াসহ পষু প্রাণীদের প্রয়োজনীয় পানি পুকুর থেকে গোপনে সংগ্রহ করতে হয়।

একই অবস্থা পাথরঘাটা উপজেলার অন্যান্য ইউনিয়নেও।

চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের হাফেজ অাব্দুছ ছত্তার বলেন তাদের এলাকার সকল পুকুর শুকিয়ে গেছে,এক মাত্র ভুপাল কির্ত্তনিয়ার বাড়ির একটি পুকুরে হাটুসমান পানি অাছে, এলাকার ৫সহস্ত্রাধিক মানুষ ওই একটি পুকুরের ওপর ভরসা।

তিনি বলেন ওই একটি পুকুরের পানি পান করাসহ সকল কাজে ব্যবহৃত হচ্ছে।

পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন পাথরঘাটার প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে বিশুদ্ধ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এউপজেলা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অারো  ট্যাঙ্কি ও পানির ফিল্টার প্রয়েজন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা ৬শ পিপিএম পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়। কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা ৩ হাজার পিপিএম। সিডর, আইলা, আম্ম্ফানসহ ঘূর্ণিঝড় দুর্গত পাথরঘাটা উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। অথচ পানির মধ্যে বসবাসে এমন দুর্ভিক্ষ উপকূলজুড়ে। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর নির্মমতা, বিষয়টি নিয়ে বারবার লেখালেখি করেছি।

উল্লেখ্য, উপজেলাবাসীর জোর দাবীর মুখে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের চেষ্টায় ২৮ এপ্রিল ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে পাথরঘাটার সদর ইউনিয়নের রুহীতা গ্রামে সাড়ে তিন হাজার লিটার পানি সরবারহ করলেও এলাকাবাসির প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প।

 

এব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন যেহেতু  পাথরঘাটায় গভীর টিউবওয়েল বসেনা এবং নদীর পানি অত্যন্ত লবন সেহেতু এখানে ব্যাপক বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্ক ও পানির ফিল্টার প্রয়োজন।