ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত উজিরপুরে সাব রেজিষ্টার মোঃ ইমরান খান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ জামালপুরে বিনা খেসারি-১ এর চাষের উজ্জল সম্ভাবনা ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন এড.মো. মাসউদ তারাকান্দা উপজেলায় ছেঁড়া ১০টাকা নিয়ে সংঘর্ষে ছেলে নিহত-বাবা সংকটাপন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান একজন মনোনয়ন প্রত্যাহার করেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১আসামী গ্রেফতার নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

পাথরঘাটায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার দূষিত পানিতে বাড়ছে ডায়েরিয়া 

নুরুল আমিন মল্লিক জেলা প্রতিনিধি (বরগুনা)।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ গোটা পাথরঘাটায় বিশুদ্ধ পানি,রান্নার পানি,গোসল দেওয়ারপানিসহ নিত্য প্রয়োজনীয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এছাড়া গরু,মহিষসহ পষু প্রাণীর পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট হওয়ায় মানুষ বাধ্য হয়ে দুষিত পানি পান করায় অাশংঙ্কা হারে বাড়ছে পানিবাহিত নানা রোগসহ  ডায়রিয়া।

পাথরঘাটা হাসপাতালে গিয়ে দেখা গেছে গত ২৪ ঘন্টায়,,, জন রোগী ডায়েরিয়ায় অাক্রন্ত হয়ে ভর্তি হয়েছেন।

তবে উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহীতা, টেংরা ও পদ্মা গ্রামে বিশুদ্ধ পানির বেশি সঙ্কট দেখা দিয়েছে।

সরেজমিন রুহীতা গ্রামে গিয়ে দেখা গেছে পশ্চিম রুহীতা ডাক্তারবাড়ী নামক একটি সরকারি পুকুরে হাটুসমান পানি থাকলেও সেই একটি পুকুরের ওপর ভরসা টেংরা,রুহীতা ও পদ্মাসহ কয়েকটি ওয়ার্ডের অন্তঃত ৮/১০হাজার মানুষ।

জানা গেছে ওই একটি পুকুরের পাড়ে মাত্র একটি পানির ফিল্টার রয়েছে ওই একটি ফিল্টার থেকে উল্লেখিত ৮/১০ হাজার লোকের পানি সংগ্রহ করতে হয়। এতে রাত/ দিন ২৪ ঘন্টাই ওই ফিল্টার থেকে পানি সংগ্রহ করার জন্য লম্বা সিরিয়াল থাকে।

এদিকে খাবার পানি ছাড়াও গরু,মহিষসহ পষু প্রাণীর খাবার পানিও সংগ্রহ করতে হয় ওই পুকুর থেকে। পুকুরে পানি কম থাকার কারনে চুরি করে মিটাতে হয় ওই পানির চাহাদা।

রুহীতা গ্রামের কলেজ ছাত্র মোঃ রাসেল, মোঃ কালাম,মোঃ হামেদ শিকদার,অলি হোসেন,মোঃ ইমাম,মোসাঃ লামিয়া,মোঃ মন্টু মিয়া, শহিদ অাকনসহ পানি সংগ্রহ করতে অাসা অাগত ব্যক্তিরা বলেন এলকার পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারেন এই একটি পুকুর থেকে  ৩/৪ কিঃ মিঃ দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে এক কলস পানি সংগ্রহ করি।

এছাড়া গোসল দেওয়াসহ পষু প্রাণীদের প্রয়োজনীয় পানি পুকুর থেকে গোপনে সংগ্রহ করতে হয়।

একই অবস্থা পাথরঘাটা উপজেলার অন্যান্য ইউনিয়নেও।

চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের হাফেজ অাব্দুছ ছত্তার বলেন তাদের এলাকার সকল পুকুর শুকিয়ে গেছে,এক মাত্র ভুপাল কির্ত্তনিয়ার বাড়ির একটি পুকুরে হাটুসমান পানি অাছে, এলাকার ৫সহস্ত্রাধিক মানুষ ওই একটি পুকুরের ওপর ভরসা।

তিনি বলেন ওই একটি পুকুরের পানি পান করাসহ সকল কাজে ব্যবহৃত হচ্ছে।

পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন পাথরঘাটার প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে বিশুদ্ধ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এউপজেলা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অারো  ট্যাঙ্কি ও পানির ফিল্টার প্রয়েজন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা ৬শ পিপিএম পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়। কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা ৩ হাজার পিপিএম। সিডর, আইলা, আম্ম্ফানসহ ঘূর্ণিঝড় দুর্গত পাথরঘাটা উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। অথচ পানির মধ্যে বসবাসে এমন দুর্ভিক্ষ উপকূলজুড়ে। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর নির্মমতা, বিষয়টি নিয়ে বারবার লেখালেখি করেছি।

উল্লেখ্য, উপজেলাবাসীর জোর দাবীর মুখে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের চেষ্টায় ২৮ এপ্রিল ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে পাথরঘাটার সদর ইউনিয়নের রুহীতা গ্রামে সাড়ে তিন হাজার লিটার পানি সরবারহ করলেও এলাকাবাসির প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প।

 

এব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন যেহেতু  পাথরঘাটায় গভীর টিউবওয়েল বসেনা এবং নদীর পানি অত্যন্ত লবন সেহেতু এখানে ব্যাপক বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্ক ও পানির ফিল্টার প্রয়োজন।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত

পাথরঘাটায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার দূষিত পানিতে বাড়ছে ডায়েরিয়া 

আপডেট টাইম : ০১:৪২:৩৬ অপরাহ্ণ, রবিবার, ২ মে ২০২১

নুরুল আমিন মল্লিক জেলা প্রতিনিধি (বরগুনা)।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ গোটা পাথরঘাটায় বিশুদ্ধ পানি,রান্নার পানি,গোসল দেওয়ারপানিসহ নিত্য প্রয়োজনীয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এছাড়া গরু,মহিষসহ পষু প্রাণীর পানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট হওয়ায় মানুষ বাধ্য হয়ে দুষিত পানি পান করায় অাশংঙ্কা হারে বাড়ছে পানিবাহিত নানা রোগসহ  ডায়রিয়া।

পাথরঘাটা হাসপাতালে গিয়ে দেখা গেছে গত ২৪ ঘন্টায়,,, জন রোগী ডায়েরিয়ায় অাক্রন্ত হয়ে ভর্তি হয়েছেন।

তবে উপজেলার সকল ইউনিয়নের মধ্যে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহীতা, টেংরা ও পদ্মা গ্রামে বিশুদ্ধ পানির বেশি সঙ্কট দেখা দিয়েছে।

সরেজমিন রুহীতা গ্রামে গিয়ে দেখা গেছে পশ্চিম রুহীতা ডাক্তারবাড়ী নামক একটি সরকারি পুকুরে হাটুসমান পানি থাকলেও সেই একটি পুকুরের ওপর ভরসা টেংরা,রুহীতা ও পদ্মাসহ কয়েকটি ওয়ার্ডের অন্তঃত ৮/১০হাজার মানুষ।

জানা গেছে ওই একটি পুকুরের পাড়ে মাত্র একটি পানির ফিল্টার রয়েছে ওই একটি ফিল্টার থেকে উল্লেখিত ৮/১০ হাজার লোকের পানি সংগ্রহ করতে হয়। এতে রাত/ দিন ২৪ ঘন্টাই ওই ফিল্টার থেকে পানি সংগ্রহ করার জন্য লম্বা সিরিয়াল থাকে।

এদিকে খাবার পানি ছাড়াও গরু,মহিষসহ পষু প্রাণীর খাবার পানিও সংগ্রহ করতে হয় ওই পুকুর থেকে। পুকুরে পানি কম থাকার কারনে চুরি করে মিটাতে হয় ওই পানির চাহাদা।

রুহীতা গ্রামের কলেজ ছাত্র মোঃ রাসেল, মোঃ কালাম,মোঃ হামেদ শিকদার,অলি হোসেন,মোঃ ইমাম,মোসাঃ লামিয়া,মোঃ মন্টু মিয়া, শহিদ অাকনসহ পানি সংগ্রহ করতে অাসা অাগত ব্যক্তিরা বলেন এলকার পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারেন এই একটি পুকুর থেকে  ৩/৪ কিঃ মিঃ দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে এক কলস পানি সংগ্রহ করি।

এছাড়া গোসল দেওয়াসহ পষু প্রাণীদের প্রয়োজনীয় পানি পুকুর থেকে গোপনে সংগ্রহ করতে হয়।

একই অবস্থা পাথরঘাটা উপজেলার অন্যান্য ইউনিয়নেও।

চরদুয়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের হাফেজ অাব্দুছ ছত্তার বলেন তাদের এলাকার সকল পুকুর শুকিয়ে গেছে,এক মাত্র ভুপাল কির্ত্তনিয়ার বাড়ির একটি পুকুরে হাটুসমান পানি অাছে, এলাকার ৫সহস্ত্রাধিক মানুষ ওই একটি পুকুরের ওপর ভরসা।

তিনি বলেন ওই একটি পুকুরের পানি পান করাসহ সকল কাজে ব্যবহৃত হচ্ছে।

পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন পাথরঘাটার প্রতিটি ইউনিয়নে ২৬ টি করে বিশুদ্ধ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এউপজেলা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অারো  ট্যাঙ্কি ও পানির ফিল্টার প্রয়েজন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা ৬শ পিপিএম পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়। কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা ৩ হাজার পিপিএম। সিডর, আইলা, আম্ম্ফানসহ ঘূর্ণিঝড় দুর্গত পাথরঘাটা উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। অথচ পানির মধ্যে বসবাসে এমন দুর্ভিক্ষ উপকূলজুড়ে। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর নির্মমতা, বিষয়টি নিয়ে বারবার লেখালেখি করেছি।

উল্লেখ্য, উপজেলাবাসীর জোর দাবীর মুখে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের চেষ্টায় ২৮ এপ্রিল ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে পাথরঘাটার সদর ইউনিয়নের রুহীতা গ্রামে সাড়ে তিন হাজার লিটার পানি সরবারহ করলেও এলাকাবাসির প্রয়োজনের তুলনায় খুবই স্বল্প।

 

এব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দোলা মল্লিক বলেন যেহেতু  পাথরঘাটায় গভীর টিউবওয়েল বসেনা এবং নদীর পানি অত্যন্ত লবন সেহেতু এখানে ব্যাপক বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্ক ও পানির ফিল্টার প্রয়োজন।