সংবাদ শিরোনাম ::
২০২২ সালের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ২৯২ ১৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’
গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।
আজ রবিবার (২ মে) সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান।
মন্ত্রী তার সরকারী বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক দুই পাঁচ ভাগ। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ।
আরো খবর.......