ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

আপডেট টাইম : ০৫:৩৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।