ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মসিকের জোড়ালো বাজার মনিটরিং কার্যক্রম নেত্রকোণায় আইন -শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় বাজার মনিটরিং জকিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, মামলা তুলে নিতে হুমকি গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবীতে গন মিছিল চট্রগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখল মুক্ত করল ডবলমুরিং থানা পুলিশ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ নং ওয়ার্ড় কাউন্সিল আলহাজ্ব মোঃ সাইজ উদ্দিন মোল্লার পক্ষ থেকে জানাই রমজানে জনগণের সমস্যা নিরসনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি (সিআইপি) মো. আমিনুল হক শামীমের এক আলোচনা সভা মুক্তিযুদ্ধ একদিকে যেমন স্বাধীনতা এনে দিয়েছে, তেমনই কেড়ে নিয়েছে বহু বুদ্ধিজীবী, আত্মার আত্মীয়দের৷ বহু নারী হয়েছেন স্বামী, সন্তান হারা৷ অনেকের কাছেই যুদ্ধের স্মৃতি হয়ে উঠেছে এক তমসাচ্ছন্ন রাত্রি৷ নীলফামারীতে জমি নিয়ে বিরোধ পাল্টা পাল্টি সংঘর্ষে আহত ১৩ ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা,সুপারভাইজারসহ নিহত ২জন

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মসিকের জোড়ালো বাজার মনিটরিং কার্যক্রম

মাগুরা মহম্মদপুরের কৃষকেরা পার করছে এখন ব্যাস্ত সময়

আপডেট টাইম : ০৫:৩৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুরে পুরো অঞ্চল  জুড়ে শুরু হচ্ছে পুরোদমে ইরি,বোরোধান কাটা। ধান কাটতে পুরো প্রস্তুতি নিচ্ছে এই অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক। প্রস্তুতি হিসেবে কেউ কিনেছেন নতুন কাস্তে। আবার কেউ পুরাতন কাস্তে দিচ্ছে ধার। কৃষক কৃষি শ্রমিক এই মুহুর্তে ছুটছেন কামারের কাছে। তাই নতুন কাস্তে তৈরি ও পুরাতন কাস্তে ধার দিতে মহাব্যাস্ত হয়ে পরেছে মাগুরা মহম্মদপুরের কামারেরা। গত শুক্রবার (২৩এপ্রিল) বিকেলে খালিয়ার হাটে কাস্তে ধার কাটাতে আসা কবির হোসেন  নামের এক কৃষক শ্রমিক  এর সাথে কথা হলে তিনি বলেন, আমার কাঁচির ধার  ক্ষয়ে গেছে। ১/২ দিনের ভিতর কাস্তে ধার কাটা শুরু হবি। জন দিয়ে এবং নিজে সাথে থেকে ধান কাটতে হবে। তাই ৩ ঘন্টা বসে থেকে পুরনো  কাঁচির ধার কাটাইয়া নিলাম।  জাহিদ নামে আর এক কৃষক জানান,যে কামলা বেশি ধান কাটতে পারবে তার চাহিদা ততো বেশি। তাই আমি ভালো দেইখা নতুন কাচি কিনলাম এবং পুরাতন গুলো ধার দিয়ে নিলাম। মহম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামের রহিম নামের এক কৃষক বলেন, পুরোনো কাচিতে ধার কাটাতে কামারের কাছে আইছি। কিন্তু সিরিয়াল  পাইত্যাচিনা। অনেকের অভিযোগ এ সুযোগে কামাররা বেশি টাকা আদায় করছে। এই ব্যাপারে মহম্মদপুরের খালিয়া গ্রামের বাজারের এক কামার জানান, এই সময়টাতে গারস্থরা কম বেশি সবাই কাচি কেনে এবং ধার কাটায়।  এই মুহুর্তে খুব বেশি কাজের চাপ এবং কাজও বেশি তাই দাম বেশি নিচ্ছি না।