৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা
- আপডেট টাইম : ০৭:০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ৩০৮ ৫০০০.০ বার পাঠক
খেলাধুলার রিপোর্টার।।
শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রথমদিন যেভাবে অবলীলায় ব্যাটিং করেছে তা দ্বিতীয়দিনেও অব্যাহত থাকে। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও দুইটি উইকেট পড়ে। কিন্তু বৃষ্টি ও পরে আলো কমে যাওয়ায় ২৫ ওভার আগেই প্রথম টেস্টের দ্বিতীয়দিনের খেলা শেষ হয়েছে। দিনশেষে ৪ উইকেটে ৪৭৪ রান তুলে অবশ্য দারুণ অবস্থানেই থাকে সফরকারীরা। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন ২৫ রানে নট আউট ছিলেন।আজ বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫৪১ রানে। এই সময় খেলছিলেন মুশফিক ৬৮ ও তাসকিন ৬ রানে। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে এই রান করতে।
আজ তৃতীয় দিনের খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরু থেকেই বাংলাদেশ দ্রুত রান তুলতে থাকে ।আজ ৫০ রানে আউট হয়েছেন লিটন, তারপর মিরাজ ৩ ও তাইজুল ২ রানে আউট হয়েছেন।
নাজমুল হোসেন শান্ত ১৬৩ রানে ও অধিনায়ক মুমিনুল হক বিদেশের মাটিতে প্রথম শতক হাঁকিয়ে ১২৭ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু দু’জন তৃতীয় উইকেটে ২৪২ রানের রেকর্ড জুটি গড়ে বড় সংগ্রহ পাইয়ে দেন বাংলাদেশকে।বাংলাদেশ ৫৪১ রান করতে ১৭৩ ওভার খেলেছে।
শ্রীলঙ্কা আজ তৃতীয় দিন ৭৮ ওভার খেলার সুযোগ পাবে।