আশুলিয়ায় যুবলীগের নেত্রীকে বিএনপি’র বানানোর চেষ্টা
- আপডেট টাইম : ০৮:২৬:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়ায় যুবলীগ নেত্রী শোভা গত ১১/০৪/২০২১ নিজ দলীয় নেতার নিকট থেকে নির্যাতিত হয়ে ১২/০৪/২০২১ আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরে কোনো আসামি গ্রেপ্তার হয়নি বরং অভিযোগ করার কারণে। আসামিপক্ষ রা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক কাহিনীর অবতরণ ঘটাইয়া় নিজেদের তৈরিকৃত ২০১৭ সালের একটি বিএনপি সমর্থিত কমিটির পেপার্স উন্মোচন করেন যেটা আদৌ সত্য নয়। যুবলীগ নেত্রী শোভা বলেন, 2017 সালে বিএনপি ছিল দৌড়ের উপর,কোণঠাসা। তখন ইচ্ছে করে কেউকি বিএনপি’র পদ নেবে। তাছাড়া আমার রাজনৈতিক অভিষেক কখন। সেটা আশুলিয়ার রাজনৈতিক’ উদ্বোধন কর্মকর্তারা ভালোভাবেই জানেন।সুতরাং মিথ্যা বানোয়াট তৈরীকৃত কপি পোস্ট করে আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমি জীবিত থাকতে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি মাদক কারবারি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।তাদের বিরুদ্ধে কথা বলব দলকে কলঙ্কিত করার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। আমি গণমাধ্যমকর্মীদের কে বলব আপনারা জাতির বিবেক পর্যবেক্ষণ করুন একটু সময় নিয়ে তদন্ত পর্যবেক্ষণ করে সঠিক তথ্য তুলে ধরুন। আমি আইনের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।কি পেয়েছি,আসামিপক্ষদের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি মনে হচ্ছে আমিই আসামি। প্রশাসনের নীরবতা রাজনৈতিক নেতাদের নিরাবতা সঠিক বিচারের দরজা বন্ধ করে দিচ্ছে। আমি বিচার চাই আমি এই জাতির কাছে বিচার চাই পর্যবেক্ষণ করুন আইনের চোখ আমার বিরুদ্ধেও পর্যবেক্ষণ করুন। প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনুন সঠিক বিচার করুন।।