মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাভারে মানববন্ধন

- আপডেট টাইম : ১২:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৬ ১৫০.০০০ বার পাঠক
তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম রবি।মাদক ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা পরিচয়ধারী ‘মুরগী জহির’ এবং তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার প্রতিবাদে আজ দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দুই দিন আগে সাভার উপজেলা পরিষদের একটি টেন্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে মুরগী জহির ও তার সহযোগীরা সাংবাদিক রবিউল ইসলাম রবির উপর অতর্কিতে হামলা চালায়। তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, মোবাইল ফোন ও তথ্যভিত্তিক কাগজপত্র ছিনিয়ে নেয়।
এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে নবীনগর স্মৃতিসৌধের সামনে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন,
সারা দেশে সাংবাদিকরা এখন তথ্য সংগ্রহের সময়ই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। যারা সত্য তুলে ধরেন, তাদেরই মুখ বন্ধ করতে হামলা চালানো হচ্ছে। অথচ বারবার হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করলেও অধিকাংশ সাংবাদিক বিচার পান না।”
তারা আরও বলেন,
মাদক কারবারিদের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ঢাল ব্যবহার করে যারা সাংবাদিকদের উপর হামলা চালায়, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি।”
আয়োজক সাংবাদিকরা জানান, শুধু রবিউল ইসলামের নয়, দেশের প্রতিটি সাহসী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থেই এই প্রতিবাদ। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, নইলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এ বিষয়ে সাভার থানায় রবিউল ইসলাম রবি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।