কম্বাইন্ড হারভেস্টার গাড়ী চুরির দায়ে তিন জনের বিরুদ্ধে মামলা

- আপডেট টাইম : ০৪:১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৫ ১৫০.০০০ বার পাঠক
আজমিরীগঞ্জের কৃষকের কম্বাইন্ড হারভেস্টার গাড়ী ভাড়ার নামে , খুলে চুরি করে রাতের আঁধারে বিক্রি । এই ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামে। মামলার এজাহার অনুযায়ী জানা যায় আজমিরীগঞ্জ পৌরসভার , ২নং ওয়ার্ড,নগর পশ্চিমহাটির কৃষক আল আমিন’ মিয়ার গাড়িটি ভাড়ায় নিয়ে ভেঙ্গে রাতের আধারে মালামাল চুরি করে বিক্রি করে দেয় মামুন ও তার সঙ্গীয় লোকজন । কৃষক আল আমিন মিয়া বিগত ৩১/১০/২০২২ খ্রিঃ তারিখ আজমিরীগঞ্জ কৃষি অফিসের মাধ্যমে আলীম ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী লিঃ হইতে ৭০% ভর্তুকিতে একটি কম্বাইন্ড হারভেস্টার গাড়ী গ্রহন করে। যাহার অনুমান মূল্য ২১,৩৫,০০০/- (একুশ লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা। পরবর্তীতে কোম্পানীর নিয়ম অনুসারে মাসিক কিস্তি পরিশোধ করিয়া নির্বিবাদে গাড়ীটি ব্যবহার করিয়া আসিতে। এলাকার কাজ শেষ করে পার্শবর্তি উপজেলার হিয়ালা গ্রামের মোঃ মামুন মিয়া পূর্ব পরিচিত থাকার কারনে মামুন গাড়ীটি ভাড়ায় গ্রহন করার জন্য প্রস্তাব দেয় সহজ সরল কৃষক আল আমিন মিয়া বিশ্বাস করে
কম্বাইন্ড হারভেস্টার গাড়ী ভাড়া দিতে সম্মত পহয়। এই ঘটনার তারিখ অর্থাৎ ০১/১০/২০২৪ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় উল্লেখিত কোন কোন সাক্ষীসহ মোঃ মামুন মিয়া বসতঘরে বসিয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে মৌখিক আলাপ আলোচনা শেষে মোঃ মামুন মিয়াকে গাড়ীটি বুঝাইয়া দেওয়া হয় । কথা থাকে প্রতি বছরের অগ্রহায়ন মাসে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও বৈশাখ মাসে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সর্ব মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা প্রদান করিবে। কিন্তু গাড়ীটি গ্রহন করার পর হইতে মোঃ মামুন মিয়া বিভিন্ন অজুহাতে ভাড়ার টাকা দেম দিচ্ছি করিয়া সময় কর্তন করিয়া আসিতে থাকে। আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরও মোঃ মামুন মিয়া
বিভিন্নভাবে তালবাহানা করিতে থাকে। কৃষক আল আমিন মিয়া গত- ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় আলীম ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী লিঃ এর লোকের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারে যে, তার কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর কিছু মালামাল হবিগঞ্জ বাইপাস ঈদগাহ সংলগ্ন, জালাল উদ্দিন আহমেদ মান্নার ভাঙ্গারীর দোকানে পাওয়া গিয়াছে। এই সংবাদ পাইয়া আল আমিন লোকজন নিয়া সঙ্গে সঙ্গে হবিগঞ্জ বাইপাস ঈদগাহ সংলগ্ন জালাল উদ্দিন আহমেদ মান্নার ভাঙ্গারীর দোকানে উপস্থিত হয়ে ভর্তুকিতে নেওয়া কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর কিছু মালামাল সনাক্ত করে এবং জালাল উদ্দিন আহমেদ মান্নাকে
জিজ্ঞাসা করলে জানায় কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর মালামাল মোঃ মামুন মিয়া ও রায়হান সহ ৪/৫ জন লোক তাহার দোকানে রাখিয়া যায়। পরে কৃষক আল আমিন মিয়া উক্ত বিষয়ে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করিলে হবিগঞ্জ সদর থানার পুলিশ ২৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১২.০৫ ঘটিকার সময় জালাল উদ্দিন আহমেদ মান্নার
ভাঙ্গারীর দোকানে তল্লাশী করিয়া কম্বাইন্ড হারভেস্টার গাড়ীর কিছু চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, # চালনি = ১ পিছ # আনলোড পাইপ: ৩ পিছ # ধানের টেংকি = ১ পিছ # মিনি গিয়ার বক্স = ১ পিছ # রেলি কাইরে এসেম্বলি = ১ পিছ # রেল ড্রাইফ কম্বিনেশন = ১ পিছ # তেলের ইটংকি = ১ পিছ # সাইলেন্কার পাইপ = ১ পিছ # অগার শেফ = ২ পিছ # সাইট- কভার = ৮ পিছ # এলবো = ২ পিছ # চালনির শেফ = ১ পিছ # বাঁনের অগার পাইপ-১ পিছ # রেয়ার কভার = ১ পিছ # Tange = blae iapet ১ পিছ # হাইজ ব্ল্যাকেট কম্বিনেশন = ১ পিছ । মোট -২৭ পিস মাল সহ জালাল উদ্দিন আহমেদ মান্নাকে আটক করে পুলিশ। এ বিষয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়। বানিয়াচং থানার মামলা নাম্বার ২১/২০২৫