সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে মহানগর প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট টাইম : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৬ ৫০০০.০ বার পাঠক
টঙ্গীতে গাজীপুর মহানগর প্রজস্ম দলের ঈদ পুনর্মিলনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে স্থানীয় মিলগেট এলাকায় প্রজন্ম দলের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর প্রজন্ম দলের আহবায়ক দেলোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সেলিম রানা, রুহুল আমিন, তারেক মিয়া ও ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট থানার নেতাকর্মী।
আহবায়ক দেলোয়ার হোসেন রানা বলেন, আমরা দীর্ঘ শ্রমের বিনিময়ে ফ্যাসিষ্ট সরকারকে বিতারিত করেছি। আমাদের মধ্যে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ আহবান জানান তিনি।
আরো খবর.......