সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে যুবক আটক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২০:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
কলাপাড়ার রিপোর্টার।।
আট বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বখাটে মোঃ হুমায়ুনকে (২৪) গ্রামবাসী পাকড়াও করে পুলিশে দিয়েছে । বুধবার সন্ধ্যায় মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে এ ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। জানা গেছে, সন্ধ্যায় ওই শিশু কন্যাকে জাপটে ধরে বেড়িবাঁধের বাইরের জঙ্গলে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করে। মেয়ের ডাক-চিৎকারে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে শিকলে বেধে রেখে পুলিশে খবর দেয়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত হুমায়ুনকে রাতে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
আরো খবর.......