ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১টি এলজিসহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার। প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ পাহাড় পুর বাজারে ক্ষমতার দাপটে সরকারি শৌচাগার বন্ধ করে দোকান ঘর নির্মাণ, মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন জননেত্রী ও প্রধান মাসকিনা মমতাজ সরিষাবাড়ীতে উজ্জল হত্যা মামলার আসামিদের  ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ডিএমপির ৬ কর্মকর্তার বদলি কালিয়াকৈরে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪

জয়ার রমজান ও নববর্ষের পোস্ট ভাইরাল

বিনোদন রিপোর্টা।।

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ১৪ এপ্রিল (বুধবার) থেকে সিয়াম সাধনা করছেন মুসলিমরা। একইদিনে বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় বড় কোনও আয়োজন নেই কোথাও। এর মধ্যে তারকারা সামাজিক মাধ্যম মাহে রমজান ও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনত্রী জয়া আহসান তার ফেসবুক পেজে রমজান ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। যেখানে নায়িকাকে নীল রঙের শাড়ি পরতে দেখা যায়।

জয়া আহসানের পোস্টে লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন।’

সামাজিক মাধ্যমে জয়া আহসানের পোস্ট রীতিমতো ভাইরাল। ভক্তরা সেখানে বিভিন্ন মন্তব্য করছেন। স্ট্যাটাসের সঙ্গে জয়া যে ছবি আপলোড করেছেন তারও প্রশংসা করেছেন অনেকেই। বলছেন, শাড়ি পরা ছবিগুলো শালীন ও মার্জিত পোশাক। এছাড়াও অনেকে রমজান মাসের ফজিলত নিয়েও লিখছেন।

এই পোস্টের আগেও জয়া আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।’

জয়া আরও লিখেছেন, ‘মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। এই বছর প্রথমবারের মত বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। মনে হচ্ছে যেন সবার সাথেই মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছি। শখ করে আলপনা দিয়েছি গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও আছে! দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি

জয়ার রমজান ও নববর্ষের পোস্ট ভাইরাল

আপডেট টাইম : ০৯:৪১:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

বিনোদন রিপোর্টা।।

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ১৪ এপ্রিল (বুধবার) থেকে সিয়াম সাধনা করছেন মুসলিমরা। একইদিনে বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় বড় কোনও আয়োজন নেই কোথাও। এর মধ্যে তারকারা সামাজিক মাধ্যম মাহে রমজান ও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনত্রী জয়া আহসান তার ফেসবুক পেজে রমজান ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। যেখানে নায়িকাকে নীল রঙের শাড়ি পরতে দেখা যায়।

জয়া আহসানের পোস্টে লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন।’

সামাজিক মাধ্যমে জয়া আহসানের পোস্ট রীতিমতো ভাইরাল। ভক্তরা সেখানে বিভিন্ন মন্তব্য করছেন। স্ট্যাটাসের সঙ্গে জয়া যে ছবি আপলোড করেছেন তারও প্রশংসা করেছেন অনেকেই। বলছেন, শাড়ি পরা ছবিগুলো শালীন ও মার্জিত পোশাক। এছাড়াও অনেকে রমজান মাসের ফজিলত নিয়েও লিখছেন।

এই পোস্টের আগেও জয়া আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।’

জয়া আরও লিখেছেন, ‘মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। এই বছর প্রথমবারের মত বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। মনে হচ্ছে যেন সবার সাথেই মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছি। শখ করে আলপনা দিয়েছি গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও আছে! দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।