লক্ষ্মীপুর সাংবাদিকদের উপর হামলা। ইউপি প্যানেল চেয়ারম্যান মিসেস নয়নের নেতৃত্বে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

- আপডেট টাইম : ০২:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ১৮ ৫০০০.০ বার পাঠক
জেলাধীন ২০নং চর রমনী মোহন এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মহিলা মেম্বার ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান নয়নের নেতৃত্বে তথ্য সংগ্রহকালীন সময়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২.৩০ মিনিট এর সময় ২০নং চর রমনী মোহনের ইউনিয়ন পরিষদের তথ্য অফিসের সামনে কার্ডধারী জেলেদের চার বিতরণ কালে এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার অত্র এলাকা থেকে মুঠো ফোনে জানা যায় ২০ নং চর রমনী মোহনে প্রতিটি জেলেদের কার্ড এর বিনিময়ে দুই হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এর সূত্র ধরে বুধবার সাংবাদিকগণ ঘটনাস্থলে গেলে দেখতে পায় কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। সাংবাদিকগণ পেশাগত নিয়মে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপস্থিত লোকজনের সাক্ষাৎকার নিয়ে চলে আসার সময় চাল নেওয়া কয়েক ভুক্তভোগী বলে চাল কম দেয়। আমরা মেপে দেখছি, আপনারা চাইলে দেখাতে পারবো। পরে তাদের থেকে সত্যতা জানার জন্য চেষ্টা করিলে তারা মেশিন দিয়ে মেপে দেখায়। মাপে দেখা যায় যে প্রতি বস্তায় ১০/১২ কেজি করে কম পাওয়া যায়। অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তায় ৪০, ৪৫, ৪৮ ও ত্রিশ কেজি বস্তায় ২৪, ২৫, ২৬ কেজি করে পাওয়া যায়। বিষয়টি নয়নের কাছে জানতে চাইলে নয়ন বলে ওরা বহিরাগত দালাল ওদের কথা বিশ্বাস করবেন না। আমরা বলি ওদের কাছে জেলে কার্ড আছে তারা বহিরাগত হবে কেন বা দালাল হবে কেন? জানতে চাইলে মিসেস নয়ন সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায় এবং তাদের লোকজন লাগিয়ে সাংবাদিকের আটক করে পেলে। পরে সাংবাদিকের চাপ সৃষ্টি করে মোবাইলের লক খুলে মোবাইল সকল তথ্য ডিলেট করে দেয়। পরবর্তীতে তারা যোগসাযোসে সাংবাদিকদের বলে আপনাদের এখান থেকে ছেড়ে দেওয়া হবে যদি আপনারা উক্ত ঘটনার জন্য ক্ষমা চান। এরপর সাংবাদিকগণ জীবন রক্ষার্থে ক্ষমা চাইতে রাজি হলে নয়ন ও তার লোকজন সাংবাদিকগণকে বাহিরে এনে তার বাহিনীর হাতে তুলে দেয়। তার বাহিনী সাংবাদিকদের মারধর করে। এরপর নয়ন নিজেই পুলিশকে ফোন করে। পুলিশ এসে লক্ষ্মীপুর সদর ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) কে ফোন দিলে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি আমি শুনেছি। সাংবাদিকগণ আমাদের লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।