বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায়,ইসরাফিল খসরু:গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই

- আপডেট টাইম : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ বি, ইউনিট বিএনপির উদ্যোগে মাহে রমজানের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু, বক্তব্যে বলেন দেশের সুষ্ঠু রাজনৈতিক ধারা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাইছে জনগণ। বিগত বছরের ন্যায় আবারো বিএনপি কে আগামীতে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট- তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত করতে বিশেষ অনুরোধ জানান।
২৩ মার্চ, রোববার সন্ধ্যায় স্থানীয় একটি ট্রার্ফ মাঠে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপি’র সভাপতি সরফরাজ কাদের রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী।
অন্যান্যর মধ্যে বক্তব্য নগর সদস্য মোঃ নুরুজামান, মোঃ মাহবুব এলাহী, বিএনপি নেতা মোঃ শাহজাহান,মোঃ আলী,
আলমগীর,মিজানুর রহমান পারুল, মোঃ সুমন রহমান,মোঃ শরীফ, মোঃ জাহেদ আনসারী,ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সোহেল ,
হুসনী মোবারক রিয়াদ, মোঃ রাসেদ, ছাত্রনেতা মোঃ আকিব জাবেদ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র ভিত্তিক সিনিয়র নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,যুবদল-ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,শ্রমিক দল,তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আলী শাহ জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মুহাম্মদ গফুর হোসাইন।