ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অপহরনের ০৬ দিন পর যুবক উদ্ধার গ্রেফতার ০৫ হরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত ঢাকায় বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার সোশ্যাল এসোসিয়েশন এর উদ্দোগে “হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতারমাহফিল” আমার উপর যে দায়িত্ব বর্তমান সরকার দিয়েছে তা যেনো আমি সততার সাথে পালন করতে পারি : মোংলায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিম উদ্ধার ঘটনার সাথে জড়িত ৫ গ্রেফতার ৫ স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরাইলের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন

খুলনায় প্রকাশ্যে মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা

খুলনা অফিস থেকে
  • আপডেট টাইম : ০৬:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৪ ৫০০০.০ বার পাঠক

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নগরের ব্যস্ততম ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। কিছু সময় পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে উঠলেও আতঙ্ক কাটেনি।

নাম প্রকাশ না করা শর্তে এক বাসিন্দা বলেন, মোটরসাইকেলে চড়ে যারা এসেছিলেন তাদের বেশিরভাগেই তরুণ। কে বা কারা আমরা বুঝতে পারিনি। রাতে হঠাৎ মোটরসাইকেলে করে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায়।এসময় হৈ-চৈ করছিল তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় প্রকাশ্যে মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা

আপডেট টাইম : ০৬:৩০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নগরের ব্যস্ততম ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। কিছু সময় পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে উঠলেও আতঙ্ক কাটেনি।

নাম প্রকাশ না করা শর্তে এক বাসিন্দা বলেন, মোটরসাইকেলে চড়ে যারা এসেছিলেন তাদের বেশিরভাগেই তরুণ। কে বা কারা আমরা বুঝতে পারিনি। রাতে হঠাৎ মোটরসাইকেলে করে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায়।এসময় হৈ-চৈ করছিল তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।