হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে অপসারণ

- আপডেট টাইম : ০৮:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াত।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফার ভিত্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াতকে পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার (১৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।
বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান রয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে কোনো বিচারককে অপসারণ করতে পারেন।
হাইকোর্ট বিভাগের বিচারকদের তালিকা থেকে ইতোমধ্যে বিচারপতি খিজির হায়াতের নাম সরিয়ে ফেলা হয়েছে। তবে তার অপসারণের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।