ব্যাপক উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ঢাকাস্থ লক্ষ্মীপুর সদর ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

- আপডেট টাইম : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ০ ৫০০০.০ বার পাঠক
ঢাকাস্থ লক্ষ্মীপুর সদর উপজেলা ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার পল্টনে একটি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকাস্থ লক্ষ্মীপুর সদর ফোরাম। সদর ফোরামের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি তৌহিদুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ফিরোজের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আলোচনা রাখেন ঢাকাস্থ লক্ষীপুর জেলা ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন ঢাকাস্থ লক্ষীপুর জেলা ফোরামের সম্মানিত সেক্রেটারি জনাব মাহমুদুর রহমান মুরাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফোরামের সহ সভাপতি জনাব ড. মোহাম্মদ সোলাইমান, জয়েন সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, জনাব নূর নবী জনি, অর্থ সম্পাদক ইদ্রিস ফারুকী, যুব বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন,বিশিষ্ট ব্যাংকার জনাব জাকির হোসেন, জনাব মো:আনোয়ার ইব্রাহিম উজ্জল,মাকসুদুর রহমান,জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জনাব হামজা মাহবুব প্রমুখ। এ সময় বক্তারা বলেন ঢাকাস্থ লক্ষীপুর সদর ফোরাম তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিগত দিনের ন্যয় এবারও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন, আমরা আশা করব আগামী দিনে তারা এলাকার বিভিন্ন বিষয়ে অগ্রগতির জন্য সার্বিক কাজেও ভূমিকা রাখবেন। প্রোগ্রাম শেষে ঢাকাস্থ লক্ষীপুর সদর ফোরামের অন্তর্গত সদর থানার ইউনিয়ন গুলোর নতুন কমিটি ঘোষণা করা হয়।