সংবাদ শিরোনাম ::
বিরামপুর কাল বৈশাখী ঝড়ের তান্ডবে সর্ব শান্ত গরীব অসহায় মানুষ।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ৪৪০ ৫০০০.০ বার পাঠক
মাহফুজুর রহমান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
গত ০৮.০৪.২০২১রাত ১০টার পর কাল বৈশাখী আঘাত হানে বিরামপুর পৌর এলাকায়।এ সময় পৌর এলাকার ৯ নাম্বার ওয়াডের ঢেলুপাড়া গ্রামের অনেক কাঁচা ঘর বাড়ী ভেঙ্গে যায় , ঘরের টিন উড়ে যায়,গাছ পালা ভেঙ্গে যায়,ফসলের ব্যাপক ক্ষতি হয়।বেশি ক্ষতি হয়,মোঃজনাব আলী পিতা মৃতু জয়েন উদ্দিন,মোঃমকবুল হোসেন পিতা মৃতু অমালি,আরিফুল ইসলাম পিতা মৃতু জুয়েল বাবু,মোসলেম উদ্দিন পিতা মৃতু তইমদ্দিন,আজেদ আলী ও আজাদ আলী পিতা মৃতু মোসলেম উদ্দিন,সহ আরো অনেকের।
আরো খবর.......