ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে নবীগঞ্জ T-20 হুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট মানবতা মহসিন আলম মুহিন আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে নিশ্চিত হবে প্রতিটি প্রাণের সমান সুযোগ, যেখানে প্রতিবন্ধকতা শুধুই শব্দ, আর সাফল্যই হবে মূল লক্ষ্য চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাথরঘাটা ও বরগুনায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ প্রকাশ ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে টানা জিজ্ঞাসাবাদ ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা রাস্তার চারপাশ ডাসবিনে পরিনত কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ০১ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে নবীগঞ্জ T-20 হুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জয়নাল আবেদীন ফিরোজ (স্টাফ রিপোর্টার)
  • আপডেট টাইম : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ০ ৫০০০.০ বার পাঠক

ক্রীড়া জগতের মধ্যে ক্রিকেট একটি জনপ্রীয় নান্দনিক শৈল্পিক খেলার নাম।
পৌষের শেষের দিকে কনকনে শীতের মধ্যে গ্রামগঞ্জে শহর,নগরে জমে উঠে ক্রিকেট খেলা।
এই খেলাটি যেমনি ভাবে অতিজনপ্রিয় তেমনি এর রয়েছে জটিল ও সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন নিয়ম কানুন।সেই বিষয়গুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে কার্যকর না হলে একটি খেলা বা একটি টুর্নামেন্ট কখনোই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না।যেমনটি ঘটেছিল লক্ষ্মীপুরের নবীগঞ্জ হান্ডা কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে।

টুর্নামেন্টের শুরু থেকেই যথা সময় ম্যাচ শুরু না হওয়া! কোনরকম দায়সারা অদক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা!! জোড়া তালি দিয়ে দু- একজন দর্শককে ম্যানেজ করে স্কোর বোর্ড পরিচালনা করা। ৫০০০/-(পাঁচ হাজার) টাকা করে এন্ট্রি ফি নিলেও এই তথ্য প্রযুক্তির যুগে নেই ডিজিটাল স্কোরবোর্ড! নেই কোন মিডিয়া কভারেজ।খেলার নিয়ম অনুযায়ী একটি ম্যাচের জন্য ৬ টি বল থাকার কথা কিন্তু এমনও হয়েছে দুইটি বল দিয়ে অসংখ্য ম্যাচ চালিয়ে দেওয়ার অভিযোগও আছে। গুঞ্জন আছে পক্ষপাতিত্ব করার, স্থানীয় ১ টি টিমের কাছ থেকে বদলি ফি ও নেওয়া হচ্ছে না। নেই ভালো কোন ধারাভাষ্যকার।
ন্যূনতম রুলস যারা জানেনা তাদেরকে দিয়ে চালানো হচ্ছে ধারাভাষ্য এর ফলে বল করার সময় বলে টাচ হয়েছে কিনা তাও স্পষ্ট বুঝার সম্ভব হচ্ছে না।

জানাগেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে এমন লোকও আছে যারা খেলা সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। তাছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন সহ যারা পরিচালনা কমিটিতে আছে খেলা উদ্বোধনের পর থেকে কখনোই ম্যাচ পরিচালনায় নিয়ম তান্ত্রিকভাবে ম্যাচ পরিচালনায় খেলার মাঠে থাকছেনা কেউ।
এরকম নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে নবীগঞ্জের এই টুর্নামেন্ট।এমন অব্যবস্থাপনায় চলতে থাকলে আগামী দিনে বড় ধরনের সমস্যার আশঙ্কা সৃষ্টি হতে পারে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে নবীগঞ্জ T-20 হুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট টাইম : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া জগতের মধ্যে ক্রিকেট একটি জনপ্রীয় নান্দনিক শৈল্পিক খেলার নাম।
পৌষের শেষের দিকে কনকনে শীতের মধ্যে গ্রামগঞ্জে শহর,নগরে জমে উঠে ক্রিকেট খেলা।
এই খেলাটি যেমনি ভাবে অতিজনপ্রিয় তেমনি এর রয়েছে জটিল ও সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন নিয়ম কানুন।সেই বিষয়গুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে কার্যকর না হলে একটি খেলা বা একটি টুর্নামেন্ট কখনোই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না।যেমনটি ঘটেছিল লক্ষ্মীপুরের নবীগঞ্জ হান্ডা কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে।

টুর্নামেন্টের শুরু থেকেই যথা সময় ম্যাচ শুরু না হওয়া! কোনরকম দায়সারা অদক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা!! জোড়া তালি দিয়ে দু- একজন দর্শককে ম্যানেজ করে স্কোর বোর্ড পরিচালনা করা। ৫০০০/-(পাঁচ হাজার) টাকা করে এন্ট্রি ফি নিলেও এই তথ্য প্রযুক্তির যুগে নেই ডিজিটাল স্কোরবোর্ড! নেই কোন মিডিয়া কভারেজ।খেলার নিয়ম অনুযায়ী একটি ম্যাচের জন্য ৬ টি বল থাকার কথা কিন্তু এমনও হয়েছে দুইটি বল দিয়ে অসংখ্য ম্যাচ চালিয়ে দেওয়ার অভিযোগও আছে। গুঞ্জন আছে পক্ষপাতিত্ব করার, স্থানীয় ১ টি টিমের কাছ থেকে বদলি ফি ও নেওয়া হচ্ছে না। নেই ভালো কোন ধারাভাষ্যকার।
ন্যূনতম রুলস যারা জানেনা তাদেরকে দিয়ে চালানো হচ্ছে ধারাভাষ্য এর ফলে বল করার সময় বলে টাচ হয়েছে কিনা তাও স্পষ্ট বুঝার সম্ভব হচ্ছে না।

জানাগেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে এমন লোকও আছে যারা খেলা সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। তাছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন সহ যারা পরিচালনা কমিটিতে আছে খেলা উদ্বোধনের পর থেকে কখনোই ম্যাচ পরিচালনায় নিয়ম তান্ত্রিকভাবে ম্যাচ পরিচালনায় খেলার মাঠে থাকছেনা কেউ।
এরকম নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে নবীগঞ্জের এই টুর্নামেন্ট।এমন অব্যবস্থাপনায় চলতে থাকলে আগামী দিনে বড় ধরনের সমস্যার আশঙ্কা সৃষ্টি হতে পারে।