ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট টাইম : ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে জেলার হরিপুরে হরিপুর মিনি স্টেডিয়ামে রোববার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।
অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন সহ অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু।
উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।