নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৩ বাসা ও ১২ দোকান পুড়ে ছাই
- আপডেট টাইম : ০৯:২৯:২৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
নেত্রকোনা প্রতিনিধি ॥
জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাইসমিল, তিনটি বাসা ও ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাত তিনটার দিকে বাজারের হাদিছ মিয়ার রাইস মিলের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে রাইসমিলটি ছাড়াও আব্দুল বারেকের ফার্নিচারের দোকান ও বাসা, কামরুল ইসলামের কাপড়ের দোকান ও বাসা, আতিকুল ইসলামের মুদির দোকান, আরিফুল ইসলামের ফার্নিচারের দোকান ও বাসা, মোসলেম উদ্দিনের মনোহারী দোকান. জালাল উদ্দিনের মনোহারী দোকান, আব্দুর রাজ্জাকের চায়ের দোকান, দুলাল মিয়ার মনোহারী দোকান, ওয়াজেদ মিয়ার পশুখাদ্য ও ভূষির দোকান এবং আব্দুল মজিদের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নেত্রকোনা থেকে দমকল বাহিনী পৌঁছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ঘর এবং সব ধরনের মালামালের পাশাপাশি অনেকের জমানো টাকাও পুড়ে গেছে। এতে অনেকে এখন নিঃস্ব ও সর্বস্বান্ত হয়ে গেছেন। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন।