চোরাকারবারীসহ ভারতীয় ট্রলার ও মালামাল জব্দ
- আপডেট টাইম : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ২১ ৫০০০.০ বার পাঠক
বরগুনার পাথরঘাটায় সাগর পথে মাছ ধরার অবৈধ ট্রলিং জাল দড়ির কয়েক লাখ টাকার ভারতীয় সুতা জব্দ করেছে যৌথবাহিনী। বামনা ও পাথরঘাটার নৌবাহিনীর কন্টিজেন্টরের নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী গত বুধবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় জাল দড়ি এবং ২৮ লাখ টাকার ভারতীয় সুতাসহ ট্রলিং জাল ব্যবসায়ী জয়নাল আবদীনকে আটক করা হয়।
জয়নাল আবেদীন খান মঠবাড়িয়া উপজলার তুষখালী গ্রামের গনি খানের ছেলে। তাকে মালামাল সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান।
পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. আকতার হোসেন সময়ের কন্ঠকে জানান, বিভিন্ন সময় পাথরঘাটা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভায় সাগরে অবৈধ জাল দিয়ে ইলিশসহ বিভিন্ন জাতের পোনা মাছ নিধনের কথা বলা হয়েছে এবং এই জাল দড়ির জন্য বিশেষ ধরনের সুতা সাগর পথ হয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে জলসীমা অতিক্রম করে আনা হয়েছে।এবং চোরাকারবারিরা অবৈধভাবে বিক্রির জন্য দিকে নিয়ে এসেছে, যার বর্তমান মূল্য ২৮ লাখ টাকার মত এই সংবাদের ভিত্তিতে বুধবার বিএফডিসি এলাকায় নৌবাহিনী নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় বিএফডিসি সংলগ মৃত্যু দলিল উদ্দিন সাহেবের বাড়িতে ভাড়াটিয়ার ঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে ভারতীয় মালামাল পাচারকারী হিসেবে বিশেষ আইনে একটি মামলা করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড চোরাচালানী অপরাধের মামলা দিয়ে আসামীসহ মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে অপরাধীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে আসামীকে থানায় আনার পর বড় বড় ব্যবসায়ীরা আমার কাছে ফোন করেছে। এতে বোঝাই যাচ্ছে এই চোরাকারবারী চক্রের পিছনে বড় কোন মাফিয়ার চক্র জরিত রয়েছে বলে আমার মনে হয়। তাই সরকারের উচিত এই চোরাকারবারী চক্রকে আইনের আওতায় আনা হোক।