আজমিরীগঞ্জে ভিন্ন আঙ্গিকে ১৬ ই ডিসেম্বরকে কেন্দ্র করে মত বিনিময় সভা

- আপডেট টাইম : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৮৩ ১৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আজ মঙ্গলবার আনুমানিক বেলা ০১ ঘটিকায় ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার ও সঞ্চালনায় ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। আলোচনা সভায় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, এবং ১৬ ই ডিসেম্বরে ১ ম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীরবিক্রম শহীদ জগৎ জ্যোতি স্মৃতি পলকে পুষ্প অর্পন ও শ্রদ্ধা নিবেদন, ২য় প্রহরে আনন্দ মেলা মৃদু শিল্পদের জন্য স্টলের আয়োজন এবং যারা স্টল দিতে আগ্রহী শিল্প কলা নিয়ে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এই প্রথম কুচকাওয়াজ বিহীন স্কুলে শিক্ষার্থীদের ডিসপ্লে ও খেলাধুলায় অংশগ্রহণ বিহীন, ভিন্ন আঙ্গিকে বিজয় দিবস উদযাপন করা হবে।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আজমিরীগঞ্জ থানার এস আই, সুশীল সমাজ ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।