ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার
- আপডেট টাইম : ১১:৫০:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১ ৫০০০.০ বার পাঠক
সেলুনে চুল কাটা বা সেভিংয়ের কাজে গিয়ে অপেক্ষার সময়টা বই পড়েই কাটাবেন প্রানের প্রিয় ধুলাউড়ি ইউনিয়ন বাসির সেলুন গ্রাহকরা। মেধা বিকাশে সোনালী স্লোগান..
‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’- এমন একটি প্রতিপাদ্য নিয়ে গ্রামের সেলুনগুলোতে লাইব্রেরী গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে..
[ সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার ] এর প্রতিষ্ঠাতাঃ- MD Shahadat Hossain
স্মাট সেলুন মালিক বলেনঃ আগে প্রতি’দিন পেপার-প্রতিকা রাখতে হত, মাসে শত শত টাকা খরচ হত..এখন ফ্রিতে বই পাচ্ছি..বই রাখছি..মানুষ চুল, দাঁড়ি কাটতে এসে অপেক্ষা রত কাস্টমার বই পড়ছে ও জ্ঞান আর্জন করছে.. এই ডিজিটাল যুগে মানুষ বই এর কথা ভুলে যায় নাই..এটা দেখে ভালো লাগছে..
পূর্ণনিমা সেলুন মালিক বলেনঃ স্মাট ও ডিজিটাল বাংলাদেশে মানুষ মোবাইল পেয়ে গেম, ইমু, টিকটক, ফ্রেজবুক, ইউটিউব, সহও বিভিন্ন ডিভাইস আসক্তি হয়ে পড়েছে.. সেলুনে বই রাখার পর থেকে দেখছি..চুল, দাড়ি, কাটতে আসা অপেক্ষায় থাকা মানুষ সহও অনেকেই বই পড়ছে..এটা দেখে আমার অনেক ভালো লাগছে.. এমন মহৎ কাজে সবার এগিয়ে আসা উচ্চিত বলে মনে করি..
শাহাদত হোসেন বলেনঃ- প্রতিদিন জানার আগ্রহ জন্ম দিন যত আপনি আগ্রহ দেখাবেন ততো আপনি শিখবেন জ্ঞান আপনার চারিপাশে আছে আপনাকে খুজে নিতে হবে। বিখ্যাত মানুষদের বায়োগ্রাফি পড়ুন, তাদের অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছুই জ্ঞান আহরণ করতে পারবেন।
বেশি বেশি ব্যর্থতার গল্প পড়ুন এতে আপনি বাস্তব জ্ঞান পাবেন।
লাস্ট একটা কথা বলবো, আমরা যে যেখানে যে আবস্তায় থাকি না কেন বই পড়ুন, পড়ুন, পড়ুন।
“সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার”
স্থানঃ-ধুলাউড়ি পূর্বপাড়া, নূরদহ, সাঁথিয়া, পাবনা-৬৬৫০
যোগাযোগ নাম্বার:-০১৭৪৮৫৬৩৩৪২