রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড
- আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ০ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে চলমান দেশীয় শিল্প ও পণ্য মেলায় নগদ অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত।
১৫ নভেম্বর উদ্বোধনের পর থেকে দেশীয় শিল্প ও পণ্য মেলার উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, রেড ক্রিসেন্ট নামক প্রাথমিক চিকিৎসার বুত অকার্যকর সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উঠে,তারই ধারাবাহিকতায় রায়পুরে চলমান শিল্প ও পন্য মেলায় (২২ নভেম্বর) রোজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এমরান খাঁনের নেতৃত্বে মেলার কর্তৃপক্ষকে নগদ অর্থ দণ্ড করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার এমরান খাঁন সাংবাদিকদের বলেন, বিভিন্ন গ্রাহকের অভিযোগে আজকে এই অভিযান পরিচালনা করা হয়। সরজমিনে এসে দুটি অভিযোগের সত্যতা পেয়েছি। তার মধ্যে একটি ,প্রাথমিক সেবা কেন্দ্র লেখা আছে কিন্তু সেখানে কোন কার্যক্রম নেই আরেকটি জেলা প্রশাসনের নামে পার্কিং স্থাপন করা হয়েছে। এবিষয়ে মেলা কর্তৃপক্ষ তার ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এরকমটি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পরে ভোক্তা অধিকার আইনের ৪০/৪৫ ধারা অনুযায়ী মেলার আয়োজক জনাব আলম বাদশা কে ১০০০০ টাকা জরিমানা করা হয়।