ব্যর্থ প্রেম’ বিষয়ক উপদেষ্টা, মুখ খুললেন বাপ্পারাজ
- আপডেট টাইম : ০৬:০২:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৪৬ ৫০০০.০ বার পাঠক
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে রম্যবিষয়ক অনলাইন সাইট ‘ইয়ার্কি’ আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে, তা নিয়ে মজা করে বেশ কিছু ফটো কার্ড প্রকাশ করেছে। সেখানে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পারাজকে ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়।
ইয়ার্কির ফটো কার্ডটি অভিনেতা বাপ্পারাজের দৃষ্টিগোচর হয়েছে। ফেসবুকে বাপ্পারাজ নিজে সেই কার্ডটি শেয়ার করেছেন। নিজের অভিব্যক্তিও জানিয়েছেন। বাপ্পারাজ বলেন, যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।
বাপ্পারাজ তার এই পোস্টে ভক্তদের বেশকিছু ইতিবাচক মন্তব্যও পেয়েছেন। একজন লিখেছেন, আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই, মানুষ, আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে।
তবে পোস্ট দেওয়ার ২২ ঘণ্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন।
অভিনয় জগতে এখন নিয়মিত নন বাপ্পারাজ। পরিবার ও ব্যবসা নিয়েই সময় পার করছেন। বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।
এ ছাড়াও ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি।
সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি।