পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ১৯৪ জনকে বৃত্তি প্রদান
- আপডেট টাইম : ০২:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৬ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়( স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গনে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ২ নবেম্বর ২০২৪ শনিবার সকাল ১১ ঘটিকায় ২০২৩ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ১২১ ও সাধারণ বৃত্তি ৭৩ জনকে একটি ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা প্রদান করে স্বপ্ন ডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন। অত্র ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্টানের মাধ্যমে ২০২১ সালে ৫৫ জন ও ২০২২ সালে ১৬০ জন ছাত্র/ ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন আ জ ম আকরাম হোসেন, অধ্যক্ষ জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ।
প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোহাম্মদ শফিকুল করিম সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মনসুরুল আলম কচি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোহরদী সরকারি কলেজ।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল হাফিজ মাহমুদ (সহকারী অধ্যাপক দর্শন গুরুদয়াল সরকারি কলেজ),জনাব শাহ মোঃ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ, জনাব আজহারুল ইসলাম, প্রধান উপদেষ্টা স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন, ও প্রধান শিক্ষক কাওনা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব তৌফিকুল ইসলাম ( তৌফিক) সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ,
কামাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া থানা বিএনপি, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, আরিফুর রহমান প্রোপাইটর জুয়েল ফিলিং স্টেশন, মিজানুর রহমান সুমন সহকারী অধ্যাপক চর আদর্শ কলেজ, জনাব শাহ জাহান প্রভাষক (বাংলা বিভাগ) পাকুন্দিয়া সরকারি কলেজ, আমির খসরু সভাপতি স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন, এ কে এম তানজিরুল আলম, সাধারণ সম্পাদক, স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন প্রমুখ। এছাড়াও এখানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বৃন্দ । এতে অংশগ্রহণ করেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এর স্কুল কলেজ এর শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ ও সুশীলসমাজের প্রতিনিধিগণ।