মামুনুল হক হেফাজত নেতা একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কিছু প্রশ্ন
- আপডেট টাইম : ০১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
সামাজিক যোগাযোগ।।
মামুনুল হক সাহেবের একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ভাইদের কিছু প্রশ্ন আমার কাছে অবাগ লাগছে, ১/ একজন সাংবাদিক কখনো আইন হাতে নিতে পারেনা ২/ সে কখনো সন্ত্রাসী ভুমিকা পালন করতে পারেনা ৩/ সে একজন ব্যক্তিকে যে প্রশ্ন করবে সেটা অবশ্যই মান সম্মত হতে হবে। সাংবাদিকদের কোনো দল নেই, তারা স্বাধীন ভাবে মত-প্রকাশ করতে পারবে। আর যারা স্বাধীন ভাবে মত প্রকাশ করবেনা দলীয় ভাবে কথা বলবে তারা সাংবাদিক নয় দালাল, তারা সাংবাদিক নামকে কলঙ্কো করেছে, আর তাদের জন্য সমস্ত সাংবাদিক নামটা কলঙ্কীত হয়েছে , যেমন এক সাংবাদিক প্রশ্ন করেছে, ১। উনি যদি আপনার স্ত্রী হয় তাহলে হোটেলে কেনো..? ২/ আপনার কাবিন নামা দেখি..?
এই সব বেকুপদের মতো প্রশ্ন সাংবাদিকদের বাঞ্ছনীয় নয়। কাবিন নামা কোনো আই ডি কার্ড নয়, যে সেটা সাথে থাকে। প্রমাণ প্রশাসন চাইবে আপনি পাশে থেকে প্রশাসনের বক্তব্য নিয়ে আর মামুনুল হকের বক্তব্য নিয়ে তারপর সঠিক নিউজ করবেন ,সাংবাদিক খুজবে সত্যি ঘটনা এটা তো আদালতের মঞ্চ নয়, যে জায়গায় বসে প্রমাণ দিতে হবে। প্রমাণ সংগ্রহের অনেক মাধ্যম আছে।
জায়গায় দাঁড়িয়ে নিউজ হয়না, একটা নিউজ করতে হলে অনেক গুলো ঘটনাকে একত্রিত করে একটি নিউজ হয়। তাই সাংবাদিকতা করতে হলে আগে নিয়ম কানন জেনে সাংবাদিকতা করুন। আপনাদের ভুলভাল প্রশ্নে ও কাজের জন্য সাংবাদিক পেশাটা আজ কলঙ্কীত। আমি কোনো দলের পক্ষে নয় আমি একজন সাংবাদিক হিসাবে বলছি, কারন আপনাদের কারনে আমার কাছে বসে সাংবাদিক নাম ধরে গালি দিলে আমার কষ্ট হয়। তাই পারলে সৎ সাংবাদিকতা করুন, না হলে এই পথ থেকে সরে যান। ভালো থাকবেন সবাই। লেখক সাংবাদিক মোঃ লিমন হোসেন