ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
ইনশাআল্লাহ অবশেষে জানুয়ারি ১ তারিখ হতে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু করবে মুজিব’স বাংলাদেশ উদ্‌যাপন উপলক্ষ্যে কুয়াকাটায় হোটেলে ৫০ শতাংশ ছাড় বঙ্গভবনে চার দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংস্কারের আহ্বান ডয়চে ভেলে গার্মেন্টসের স্থায়িত্বে বাংলাদেশে শ্রম অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: পিটার হাস হঠাৎ সিদ্ধান্ত নিলেন প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন: ড. রাজ্জাক পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র ৩৩৮ ওসি, ১১০ ইউএনও’র বদলির প্রস্তাব ইসিতে ঢাকাস্থ গলাচিপা দশমিনা বাসির সাথে মতবিনিময় সভা করলেন এমপি শাহজাদা

মামুনুল হক হেফাজত নেতা একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কিছু প্রশ্ন

সামাজিক যোগাযোগ।।

মামুনুল হক সাহেবের একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ভাইদের কিছু প্রশ্ন আমার কাছে অবাগ লাগছে, ১/ একজন সাংবাদিক কখনো আইন হাতে নিতে পারেনা ২/ সে কখনো সন্ত্রাসী ভুমিকা পালন করতে পারেনা ৩/ সে  একজন ব্যক্তিকে যে প্রশ্ন করবে সেটা অবশ্যই মান সম্মত হতে হবে। সাংবাদিকদের কোনো দল নেই, তারা স্বাধীন ভাবে মত-প্রকাশ করতে পারবে। আর যারা স্বাধীন  ভাবে মত প্রকাশ করবেনা দলীয় ভাবে কথা বলবে তারা সাংবাদিক  নয় দালাল, তারা সাংবাদিক  নামকে কলঙ্কো করেছে, আর তাদের জন্য সমস্ত সাংবাদিক নামটা কলঙ্কীত হয়েছে , যেমন এক সাংবাদিক প্রশ্ন করেছে, ১। উনি যদি আপনার স্ত্রী  হয় তাহলে হোটেলে কেনো..?  ২/ আপনার কাবিন নামা দেখি..?

এই সব বেকুপদের মতো প্রশ্ন সাংবাদিকদের বাঞ্ছনীয় নয়। কাবিন নামা কোনো  আই ডি কার্ড  নয়, যে সেটা সাথে থাকে। প্রমাণ প্রশাসন চাইবে আপনি পাশে থেকে প্রশাসনের বক্তব্য নিয়ে আর মামুনুল হকের বক্তব্য  নিয়ে তারপর সঠিক নিউজ করবেন ,সাংবাদিক খুজবে সত্যি ঘটনা এটা তো আদালতের মঞ্চ নয়, যে জায়গায় বসে প্রমাণ দিতে হবে। প্রমাণ সংগ্রহের অনেক মাধ্যম আছে।

জায়গায় দাঁড়িয়ে নিউজ হয়না, একটা নিউজ করতে হলে অনেক গুলো ঘটনাকে একত্রিত করে একটি নিউজ হয়। তাই সাংবাদিকতা করতে হলে আগে নিয়ম কানন জেনে সাংবাদিকতা করুন। আপনাদের ভুলভাল প্রশ্নে ও কাজের জন্য সাংবাদিক পেশাটা আজ কলঙ্কীত। আমি কোনো দলের পক্ষে নয় আমি একজন সাংবাদিক  হিসাবে বলছি, কারন আপনাদের কারনে আমার কাছে বসে সাংবাদিক নাম ধরে গালি দিলে আমার কষ্ট হয়। তাই পারলে সৎ সাংবাদিকতা  করুন, না হলে এই পথ থেকে সরে যান। ভালো থাকবেন সবাই। লেখক সাংবাদিক মোঃ লিমন হোসেন

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনশাআল্লাহ অবশেষে জানুয়ারি ১ তারিখ হতে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু করবে

মামুনুল হক হেফাজত নেতা একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কিছু প্রশ্ন

আপডেট টাইম : ০১:৪০:২৫ অপরাহ্ণ, সোমবার, ৫ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ।।

মামুনুল হক সাহেবের একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ভাইদের কিছু প্রশ্ন আমার কাছে অবাগ লাগছে, ১/ একজন সাংবাদিক কখনো আইন হাতে নিতে পারেনা ২/ সে কখনো সন্ত্রাসী ভুমিকা পালন করতে পারেনা ৩/ সে  একজন ব্যক্তিকে যে প্রশ্ন করবে সেটা অবশ্যই মান সম্মত হতে হবে। সাংবাদিকদের কোনো দল নেই, তারা স্বাধীন ভাবে মত-প্রকাশ করতে পারবে। আর যারা স্বাধীন  ভাবে মত প্রকাশ করবেনা দলীয় ভাবে কথা বলবে তারা সাংবাদিক  নয় দালাল, তারা সাংবাদিক  নামকে কলঙ্কো করেছে, আর তাদের জন্য সমস্ত সাংবাদিক নামটা কলঙ্কীত হয়েছে , যেমন এক সাংবাদিক প্রশ্ন করেছে, ১। উনি যদি আপনার স্ত্রী  হয় তাহলে হোটেলে কেনো..?  ২/ আপনার কাবিন নামা দেখি..?

এই সব বেকুপদের মতো প্রশ্ন সাংবাদিকদের বাঞ্ছনীয় নয়। কাবিন নামা কোনো  আই ডি কার্ড  নয়, যে সেটা সাথে থাকে। প্রমাণ প্রশাসন চাইবে আপনি পাশে থেকে প্রশাসনের বক্তব্য নিয়ে আর মামুনুল হকের বক্তব্য  নিয়ে তারপর সঠিক নিউজ করবেন ,সাংবাদিক খুজবে সত্যি ঘটনা এটা তো আদালতের মঞ্চ নয়, যে জায়গায় বসে প্রমাণ দিতে হবে। প্রমাণ সংগ্রহের অনেক মাধ্যম আছে।

জায়গায় দাঁড়িয়ে নিউজ হয়না, একটা নিউজ করতে হলে অনেক গুলো ঘটনাকে একত্রিত করে একটি নিউজ হয়। তাই সাংবাদিকতা করতে হলে আগে নিয়ম কানন জেনে সাংবাদিকতা করুন। আপনাদের ভুলভাল প্রশ্নে ও কাজের জন্য সাংবাদিক পেশাটা আজ কলঙ্কীত। আমি কোনো দলের পক্ষে নয় আমি একজন সাংবাদিক  হিসাবে বলছি, কারন আপনাদের কারনে আমার কাছে বসে সাংবাদিক নাম ধরে গালি দিলে আমার কষ্ট হয়। তাই পারলে সৎ সাংবাদিকতা  করুন, না হলে এই পথ থেকে সরে যান। ভালো থাকবেন সবাই। লেখক সাংবাদিক মোঃ লিমন হোসেন