ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং প্রবাসী মানব কল্যাণ ফোরাম এর উদ্যোগে বেত মোর হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়
- আপডেট টাইম : ০১:২০:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৫৮ ৫০০০.০ বার পাঠক
উদ্বোধন করেন, জনাব আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রধান অতিথি ছিলেন, জনাব রেজাউল করিম মিরাজ, চেয়ারম্যান মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম ও প্রদান উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব মঠবাড়িয়া শাখা।
বিশেষ অতিথি, মনিরুল ইসলাম ফকির, প্রধান উপদেষ্টা মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম। জনাব তরিকুল ইসলাম আব্বাসী, সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া পরবাসী মানব কল্যাণ ফোরাম। জনাব এম এ হাসান (বাবু আকন) সহ-সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম।
জনাব মুস্তাফিজুর রহমান ফিরোজ, যুগ্ন আহবায়ক পৌর যুবদল মঠবাড়িয়া পিরোজপুর।
সভাপতিত্ব করেন, সাবেক চেয়ারম্যান, এসএম ফেরদৌস রুম্মান, রাজপাড়া বেতমোর ইউনিয়ন পরিষদ।
যে দুটি দল অংশগ্রহণ করছেন। বেত মোর ইউনাইটেড স্পোর্টস একাডেমি, বড় মাসুয়া।
ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলা ৫২ নিউজ ডট কম।