রায়পুরের টিকা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭ ছাত্রী
- আপডেট টাইম : ০৩:৪৫:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ২৯ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নেওয়ার পর ৭ জন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
অসুস্থ হয়ে পড়া স্কুল ছাত্রীদের বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
তারা রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজি ফারুকী স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর ছাত্রী।
চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার পর ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা শিগগির সুস্থ হয়ে উঠবে।
অসুস্থ ছাত্রীদের সহপাঠীদের দাবি টিকা প্রদানকারী কর্মি বলছেন, ছাত্রীরা সকালে খাবার না খাওয়ায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকস্ট সহ প্রচণ্ড ব্যথায় হাত-পা নাড়াতে পারছে না বলে জানান।
রায়পুরে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পীযুষ দাস বলেন, ছাত্রীরা অসুস্থ হয়নি। ভয়ে তাদের মাথা ঘুরাচ্ছে। এর বেশি কিছু নয়।