ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের

আতঙ্ক ছড়ানো পতন শেষে বড় উত্থানে শেয়ারবাজার

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ২৭০ ৫০০০.০ বার পাঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥

লকডাউন ঘোষণার দিনে আতঙ্ক ছড়ানো দরপতন শেষে সোমবার বড় উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধার্থে মার্জিণ ঋণের হার বাড়ানোর ঘোষণা এবং শেয়ারবাজার গত বছরের মধ্যে বন্ধ হচ্ছে না এমন সিদ্ধান্তেই সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৫০ পয়েন্ট।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়। আর এই সময়ে ব্যাংকে লেনদেন হবে আড়াই ঘণ্টা (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)। ব্যাংকের সাথে স্বমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। তাই টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে পুঁজিবাজারে। ব্যাংকিং সময়ের সাথে সমন্বয়ের কারণে লেনদেনের প্রভাব ফেললেও শেয়ারবাজার চালুকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা।

বাজার নিয়ন্ত্রক সংস্থার নির্ভরশীল সূত্রে জানা গেছে, ২০২০ সালে শুরুতে অটোমেটেড লেনদেনের ক্ষেত্রে ঘাটতির কারণে ৬৬দিন শেয়ারবাজার বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিদেশী বিনিয়োগকারীদের কিছুটা হলেও বিভ্রান্তি ছড়িয়েছিল। তাই এবার ব্যাংক চালু থাকলে শেয়ারবাজার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে লেনদেন চালাতে কিছুটা সমস্যা হলেও অর্থনীতির স্বার্থে এই ঝুঁকি নিতেই হবে। কারণ করোনা কখন শেষ হবে সেটি এখনও বোঝা যাচ্ছে না। তাই অর্থনীতি সচল রাখতে শেয়ারবাজার চালুর বিকল্প নেই। খাত সংশ্লিষ্ট সবার রুটি রুজির জন্যই শেয়ারবাজার খোলা রাখা উচিত।

এদিন ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২৮৪ কোটি ৫৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৫২১ কোটি ১৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪৩ পয়েন্ট বেড়েছে। সোমবার ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫০ পয়েন্ট। সূচকটি ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আতঙ্ক ছড়ানো পতন শেষে বড় উত্থানে শেয়ারবাজার

আপডেট টাইম : ১০:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

অর্থনৈতিক রিপোর্টার ॥

লকডাউন ঘোষণার দিনে আতঙ্ক ছড়ানো দরপতন শেষে সোমবার বড় উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধার্থে মার্জিণ ঋণের হার বাড়ানোর ঘোষণা এবং শেয়ারবাজার গত বছরের মধ্যে বন্ধ হচ্ছে না এমন সিদ্ধান্তেই সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৫০ পয়েন্ট।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়। আর এই সময়ে ব্যাংকে লেনদেন হবে আড়াই ঘণ্টা (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)। ব্যাংকের সাথে স্বমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। তাই টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে পুঁজিবাজারে। ব্যাংকিং সময়ের সাথে সমন্বয়ের কারণে লেনদেনের প্রভাব ফেললেও শেয়ারবাজার চালুকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা।

বাজার নিয়ন্ত্রক সংস্থার নির্ভরশীল সূত্রে জানা গেছে, ২০২০ সালে শুরুতে অটোমেটেড লেনদেনের ক্ষেত্রে ঘাটতির কারণে ৬৬দিন শেয়ারবাজার বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিদেশী বিনিয়োগকারীদের কিছুটা হলেও বিভ্রান্তি ছড়িয়েছিল। তাই এবার ব্যাংক চালু থাকলে শেয়ারবাজার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে লেনদেন চালাতে কিছুটা সমস্যা হলেও অর্থনীতির স্বার্থে এই ঝুঁকি নিতেই হবে। কারণ করোনা কখন শেষ হবে সেটি এখনও বোঝা যাচ্ছে না। তাই অর্থনীতি সচল রাখতে শেয়ারবাজার চালুর বিকল্প নেই। খাত সংশ্লিষ্ট সবার রুটি রুজির জন্যই শেয়ারবাজার খোলা রাখা উচিত।

এদিন ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২৮৪ কোটি ৫৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৫২১ কোটি ১৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪৩ পয়েন্ট বেড়েছে। সোমবার ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫০ পয়েন্ট। সূচকটি ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।