ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী সংসারের হাল ধরতে চেয়ে নিজেই এখন বোঝা” বাঁচতে চায় ঠাকুরগাঁওয়ের শামীম জেনেভা ক্যাম্পের শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ড্রিম এলাইভ ফাউন্ডেশন এবং এনএলজে হাই স্কুল পরিচালনা কমিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সখিপুর উপজেলা দলিল লেখক ও স্ট্যাম ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লি:এর সদস্যদের সাথে মত বিনিময় পরমানু বোমা হামলা থেকে বাচঁতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন পুলিশপ্রধান: তাজুল ইসলাম আজমিরীগঞ্জে ১০৪ পিস ইয়াবা সহ আটক দুই

পাথরঘাটা প্রেসক্লাবে হামলা, বিএনপির নিউজ বয়কটের ঘোষণা 

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 
  • আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৩৩ ৫০০০.০ বার পাঠক

বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে একাধিকবার হামলা ও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বিএনপির সকল ধরনের সংবাদ কভারেজ না করার ঘোষণা দিয়েছে পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, পাথরঘাটায় কথিত বিএনপি নেতা ও পাথরঘাটা প্রেসক্লাব থেকে সদ্য আজীবনের জন্য বহিষ্কৃত সদস্য জাকির হোসেন খানের ইন্ধনে বিএনপির একাধিক নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে এসে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালীন প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে সাধারণ সম্পাদক জাফর ইকবালের নাম ফলক ভেঙ্গে ফেলে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ঘটনাস্থলে উপস্থিত প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দেয় বিএনপি নেতার।

পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জানান, পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাকির হোসেন খান। তখন আ’লীগ প্রভাব খাটিয়েও জয়লাভ করতে না পারায় আমার বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমার বিরুদ্ধে নতুন করে অসত্য অপবাদ দিয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির কতিপয় লোকজনকে ভুলবুঝিয়ে হয়রানি করাসহ বারবার আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক জানান, সাংবাদিকদের সাথে একটি ভুল তথ্যের ভিত্তিতে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমার সামনেই সাধারণ সম্পাদক কে লাঞ্ছিত করা হয়েছে। গুটিকয়েক লোকের জন্য বিএনপি’র দুর্নাম হচ্ছে। এদের লাগাম টেনে ধরা উচিত। তাছাড়া এর সুরাহা না হওয়া পর্যন্ত বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের সকল সংবাদ পাথরঘাটার সাংবাদিকরা বর্জন করেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান ঘটনার পর পাথরঘাটা প্রেসক্লাবে গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাথরঘাটা প্রেসক্লাবে হামলা, বিএনপির নিউজ বয়কটের ঘোষণা 

আপডেট টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে একাধিকবার হামলা ও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বিএনপির সকল ধরনের সংবাদ কভারেজ না করার ঘোষণা দিয়েছে পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, পাথরঘাটায় কথিত বিএনপি নেতা ও পাথরঘাটা প্রেসক্লাব থেকে সদ্য আজীবনের জন্য বহিষ্কৃত সদস্য জাকির হোসেন খানের ইন্ধনে বিএনপির একাধিক নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে এসে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালীন প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে সাধারণ সম্পাদক জাফর ইকবালের নাম ফলক ভেঙ্গে ফেলে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ঘটনাস্থলে উপস্থিত প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দেয় বিএনপি নেতার।

পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জানান, পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাকির হোসেন খান। তখন আ’লীগ প্রভাব খাটিয়েও জয়লাভ করতে না পারায় আমার বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমার বিরুদ্ধে নতুন করে অসত্য অপবাদ দিয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির কতিপয় লোকজনকে ভুলবুঝিয়ে হয়রানি করাসহ বারবার আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক জানান, সাংবাদিকদের সাথে একটি ভুল তথ্যের ভিত্তিতে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমার সামনেই সাধারণ সম্পাদক কে লাঞ্ছিত করা হয়েছে। গুটিকয়েক লোকের জন্য বিএনপি’র দুর্নাম হচ্ছে। এদের লাগাম টেনে ধরা উচিত। তাছাড়া এর সুরাহা না হওয়া পর্যন্ত বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের সকল সংবাদ পাথরঘাটার সাংবাদিকরা বর্জন করেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান ঘটনার পর পাথরঘাটা প্রেসক্লাবে গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।